তার কণ্ঠস্বর কী-রকম যেন ভেঙে গেল তার গলায়, দুই হাতে ভর দিয়ে কোনোমতে সে উঠে বসল, গলাটা বাড়িয়ে দিল আমার দিকে, আমি হালকাভাবে তার পিঠ চাপড়ে তার পাশে বসে পড়লুম।
‘নাদিয়া! আমি তোর জন্যে কুয়েত থেকে উপহার নিয়ে এসেছি, অনেক উপহার। বিছানা ছেড়ে উঠবি যখন, একেবারে সেরে যেতে হবে কিন্তু, ততদিন আমি সবুর করব- তারপর তুই আমার বাড়ি আসবি আর এক-এক করে সব আমি তোকে দেব। তুই যে লাল শালোয়ারগুলো আনতে লিখেছিলি সেগুলো এনেছি। একটা নয়- অনেক’।