আমি ব্যক্তিগতভাবে ঘাসান কানাফানি পড়ে মুগ্ধ হয়ে গিয়েছি। কেন, পাঠক তা উপলব্ধি করতে পারবেন ‘গাজা থেকে চিঠি’ এই গল্পটি পড়েই। কোথায় এক জায়গায় এটা আমাদের দেশের গল্পও যেন- বিশেষত সাম্প্রতিক পশ্চিম প্রীতি ও ব্রেনড্রেনের (Brain Drain) পরিপ্রেক্ষিতে এই গল্পটির সামাজিক তাৎপর্য এবং সংলগ্নতা নিশ্চয়ই বিশেষ করে বলবার দরকার নেই। অনুবাদক]