ইরাকের গ্রামাঞ্চল থেকে জনৈকা ইরাকি মহিলা নিজের অভাব অভিযোগ জানাতে খলিফার দরবারে আসেন, দরজায় কোন দারোয়ান না থাকায় তিনি জোরে জোরে বললেন, কোন দারোয়ান আছেন কি? তাঁকে জানান হল দারোয়ান নেই খলীফা ও এ মূহুর্তে বাসায় নেই, আপনি ইচ্ছা করলে অন্দর মহলে খলীফার স্ত্রীর সাথে দেখা করতে পারেন ।