আগন্তুক মহিলা ভেতরে প্রবেশ করে দেখলেন, জনৈকা মহিলা নিজ হাতে ছেঁড়া কাপড় রিপু করছেন, তিনি অনুমান করছেন হয়তো ইনি ই খলীফার স্ত্রী, কিন্তু তাঁর বিশ্বাস হচ্ছে না ,তাই তিনি সালাম দিয়ে জিজ্ঞেস করলেন আপনি কি খলীফার স্ত্রী? সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসিত মহিলা বললেন আমি ফাতিমা, খলীফার স্ত্রী।
ইরাকি মহিলা লক্ষ্য করলেন বাসায় কোন দামী আসবাব পত্র নেই।
তাই তিনি নিজে নিজেই বলে উঠলেন এই বাড়ি থেকে আমার অভাব দূর করার মতো কিইবা আশা করতে পারি!
মহিলার স্বগোতুক্তি ক্ষীন সূরে হলে ও খলীফার স্ত্রীর কান পর্যন্ত পোঁছে।
ইতোমধ্যে এক ব্যক্তি এসে বাহির দরজা সংলগ্ন পানির কুপ থেকে পানি উঠানোর জন্য বালতি নামালেন,কেউ একজন এসে তাঁকে পানি তুলতে সহযোগিতা করলেন, তিনি পানি পান করলেন এবং ওযু করলেন এ সময় তিনি বারবার খলিফার স্ত্রীর দিকে তাকাচ্ছিলেন, আগন্তুক মহিলা খলীফার স্ত্রীকে বললেন, আপনি পর্দা করুন, লোকটি আপনার দিকে বারবার তাকাচ্ছেন। তিনি জানান উনিই খলীফা, আমার স্বামী।
খলীফা সালাম দিয়ে বাসায় প্রবেশ করলেন এবং সরাসরি মুসাল্লায় গিয়ে দুরাকাত সালাত আদায় করে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আগন্তুক মহিলা কে? তিনি জানান উনি ইরাকের গ্রামাঞ্চল থেকে আগত,খলীফার দরবারে কিছু অভাব অভিযোগ জানাতে এসেছেন।
খলীফা আগন্তুক মহিলাকে লক্ষ্য করে বললেন, আপনার অভিযোগ বলুন!