নিশব্দে বয়ে চলে নদী, আকাশ ছুঁয়ে যায় পাখির দল,
পাতার দুলুনিতে বাজে মাটির সুর—অদৃশ্য এক অনন্ত চল।
সূর্য ডুবে গেলে গোধূলিরা হেসে ওঠে গাছের ছায়ায়,
প্রকৃতি যেন এক অদেখা কবি, লিখে চলে নীরব ধ্বনির আয়।
জলের ঢেউয়ে কথা বলে চাঁদ, বাতাসে জেগে ওঠে প্রাণ—
এ বিশ্ব প্রকৃতির প্রাচীন গান।