Md Jony  
11 ث ·ترجم

৩. সূরা আন-নাস (মানুষ)
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ
مَلِكِ النَّاسِ
إِلَٰهِ النَّاسِ
مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ
الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ
مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ৪. সূরা আল-ফালাক (ভোর)
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ
مِن شَرِّ مَا خَلَقَ
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَসূরা আল-আ'লা (সূরা নম্বর: ৮৭)

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى ۝١
আপনার মহান প্রতিপালকের নাম পবিত্র করে স্মরণ করুন,

الَّذِي خَلَقَ فَسَوَّى ۝٢
যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন,

وَالَّذِي قَدَّرَ فَهَدَى ۝٣
আর যিনি পরিমাপ নির্ধারণ করে পথনির্দেশ দিয়েছেন,

وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَى ۝٤
যিনি উদ্‌গত করেছেন চারণভূমি,

فَجَعَلَهُ غُثَاءً أَحْوَى ۝٥
অতঃপর তা করেছেন কালচে শুকনো ঘাসে পরিণত।

سَنُقْرِئُكَ فَلَا تَنسَى ۝٦
আমি তোমাকে কোরআন শিক্ষা দেব, তুমি ভুলে যাবে না,

إِلَّا مَا شَاءَ اللَّهُ ۚ إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفَى ۝٧
যতক্ষণ না আল্লাহ চান; নিশ্চয় তিনি প্রকাশ্য ও গোপন সব জানেন।

وَنُيَسِّرُكَ لِلْيُسْرَى ۝٨
আর আমি তোমার জন্য সহজ পথ প্রস্তুত করে দেব।

فَذَكِّرْ إِن نَّفَعَتِ الذِّكْرَى ۝٩
সুতরাং উপদেশ দাও, যদি উপদেশ উপকারে আসে।

سَيَذَّكَّرُ مَن يَخْشَى ۝١٠
যারা ভয় করে, তারা উপদেশ গ্রহণ করবে।

وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى ۝١١
আর তা থেকে বিমুখ হবে হতভাগ্য,

الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَى ۝١٢
যে প্রবেশ করবে মহা অগ্নিতে,

ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَى ۝١٣
সেখানে সে না মরবে, না বাঁচবে।

قَدْ أَفْلَحَ مَن تَزَكَّى ۝١٤
সফল সেই, যে আত্মাকে পরিশুদ্ধ করেছে,

وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّى ۝١٥
আর তার প্রভুর নাম স্মরণ করে সালাত আদায় করেছে।

بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا ۝١٦
তোমরা তো পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও,

وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَى ۝١٧
অথচ আখিরাত শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী।

إِنَّ هَٰذَا لَفِي الصُّحُفِ الْأُولَى ۝١٨
এ সমস্তই রয়েছে পূর্ববর্তী গ্রন্থসমূহে,

صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَىٰ ۝١٩
ইব্রাহিম ও মূসার কিতাবে।৪. সূরা আল-ফালাক (ভোর)
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ
مِن شَرِّ مَا خَلَقَ
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।