11 u ·Prevedi

#
গল্পের শুরুটাই হয় একজন মেয়ের ভালোবাসায় প্রত্যাখান পাওয়া থেকে। যদিও পরবর্তীতে মেয়েটা বুঝতে পারে সে ওর সত্যিকারের ভালেবাসা নয়।
নায়কের সাথে নাইকার দেখা হয় এক বৃষ্টিময় রাতে।
ধরনীর সব মানুষ যখন গভীর ঘুমে আছন্ন ঠিক সেসময় নায়ক নাইকাদের বাড়িতে আসে। ভালোবাসার শুরু হয় ঐদিন থেকে।
তারপর দিন যায়। হঠাৎ একদিন এক ঝড় এসে নায়িকার জীবনে সব এলো মেলো করে দিয়ে যায়। নায়ক তখন নায়িকার পাশে থাকে।তুষারের শা*স্তিটা ভালো লেগেছে।পুরো গল্প জুরে নায়ক নায়িকাকে সাপোর্ট করে যায়।সীমাহীন ভালোবেসে যায়।

গল্পটা কাজিন রিলেটেড। তবে আর পাঁচটা কাজিন রিলেটেড গল্পের মতো ছিলো না।নায়িকার ক্যারেক্টার ন্যাকা ছিলো না।আর না নায়ক ছিলো অতিরিক্ত রাগী। সব নরনাল ছিলো, কোনো কিছু অতিরিক্ত ছিলো না।এটাই ভালো লেগেছে।
গল্পের নামের সাথে গল্পের মিল আসলেই আছে।
শেষে তীব্রকে যখন জিজ্ঞেস করা হয় "কে সে? তখন তীব্র বলে সে আমার মানসিক শান্তির কারণ। এই লাইনটা আমার ভিষণ প্রিয় হয়ে গেছে।
ভালোবাসার মানুষ কাছে থাকুক আর না থাকুক ভালোবাসাটা মনে ঠিক আগের মতোই থাকে।
সেটার প্রমাণ তীব্র। ধন্যবাদ লেখিকা আপু।এতো সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য।
আশা রাখি তুমি সামনে আরও ভালো গল্প উপহার দিবে আমাদের।আমার প্রিয় লেখিকাদের মাঝে তুমি একজন।

#এপ্রুফ_প্লিজ

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।