Md Jony  
11 Trong ·Dịch

সূরা আল-আ'লা (সূরা নম্বর: ৮৭)

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى ۝١
আপনার মহান প্রতিপালকের নাম পবিত্র করে স্মরণ করুন,

الَّذِي خَلَقَ فَسَوَّى ۝٢
যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন,

وَالَّذِي قَدَّرَ فَهَدَى ۝٣
আর যিনি পরিমাপ নির্ধারণ করে পথনির্দেশ দিয়েছেন,

وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَى ۝٤
যিনি উদ্‌গত করেছেন চারণভূমি,

فَجَعَلَهُ غُثَاءً أَحْوَى ۝٥
অতঃপর তা করেছেন কালচে শুকনো ঘাসে পরিণত।

سَنُقْرِئُكَ فَلَا تَنسَى ۝٦
আমি তোমাকে কোরআন শিক্ষা দেব, তুমি ভুলে যাবে না,

إِلَّا مَا شَاءَ اللَّهُ ۚ إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفَى ۝٧
যতক্ষণ না আল্লাহ চান; নিশ্চয় তিনি প্রকাশ্য ও গোপন সব জানেন।

وَنُيَسِّرُكَ لِلْيُسْرَى ۝٨
আর আমি তোমার জন্য সহজ পথ প্রস্তুত করে দেব।

فَذَكِّرْ إِن نَّفَعَتِ الذِّكْرَى ۝٩
সুতরাং উপদেশ দাও, যদি উপদেশ উপকারে আসে।

سَيَذَّكَّرُ مَن يَخْشَى ۝١٠
যারা ভয় করে, তারা উপদেশ গ্রহণ করবে।

وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى ۝١١
আর তা থেকে বিমুখ হবে হতভাগ্য,

الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَى ۝١٢
যে প্রবেশ করবে মহা অগ্নিতে,

ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَى ۝١٣
সেখানে সে না মরবে, না বাঁচবে।

قَدْ أَفْلَحَ مَن تَزَكَّى ۝١٤
সফল সেই, যে আত্মাকে পরিশুদ্ধ করেছে,

وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّى ۝١٥
আর তার প্রভুর নাম স্মরণ করে সালাত আদায় করেছে।

بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا ۝١٦
তোমরা তো পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও,

وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَى ۝١٧
অথচ আখিরাত শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী।

إِنَّ هَٰذَا لَفِي الصُّحُفِ الْأُولَى ۝١٨
এ সমস্তই রয়েছে পূর্ববর্তী গ্রন্থসমূহে,

صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَىٰ ۝١٩
ইব্রাহিম ও মূসার কিতাবে।

29 m ·Dịch

Najsjsjsvskssmsg





কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
29 m ·Dịch

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
30 m ·Dịch

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
31 m ·Dịch

Finalisina












কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image

বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস করলে তাড়া,
বলি থাম একটু দাড়া।

পুকুরের ঐ কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গো যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি,

ও বাবা মড়াত করে
পড়েছি সরাত জোরে।
পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই।
ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিলে খুব কিল ও ঘুষি
একদম জোরসে ঠুসি।

আমিও বাগিয়ে থাপড়
দে হাওয়া চাপিয়ে কাপড়
লাফিয়ে ডিঙনু দেয়াল,
দেখি এক ভিটরে শেয়াল!
ও বাবা শেয়াল কোথা
ভেলোটা দাড়িয়ে হোথা
দেখে যেই আঁতকে ওঠা
কুকুরও জাড়লে ছোটা!
আমি কই কম্ম কাবার
কুকুরেই করবে সাবাড়!

‘বাবা গো মা গো’ বলে
পাঁচিলের ফোঁকল গলে
ঢুকি গিয়ে বোসদের ঘরে,
যেন প্রাণ আসলো ধড়ে!

যাব ফের? কান মলি ভাই,
চুরিতে আর যদি যাই!
তবে মোর নামই মিছা!
কুকুরের চামড়া খিঁচা
সেকি ভাই যায় রে ভুলা-
মালীর ঐ পিটুনিগুলা!
কি বলিস ফের হপ্তা!
তৌবা-নাক খপ্তা…!

======

image