সূরা আল-আ'লা (সূরা নম্বর: ৮৭)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى ١
আপনার মহান প্রতিপালকের নাম পবিত্র করে স্মরণ করুন,
الَّذِي خَلَقَ فَسَوَّى ٢
যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন,
وَالَّذِي قَدَّرَ فَهَدَى ٣
আর যিনি পরিমাপ নির্ধারণ করে পথনির্দেশ দিয়েছেন,
وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَى ٤
যিনি উদ্গত করেছেন চারণভূমি,
فَجَعَلَهُ غُثَاءً أَحْوَى ٥
অতঃপর তা করেছেন কালচে শুকনো ঘাসে পরিণত।
سَنُقْرِئُكَ فَلَا تَنسَى ٦
আমি তোমাকে কোরআন শিক্ষা দেব, তুমি ভুলে যাবে না,
إِلَّا مَا شَاءَ اللَّهُ ۚ إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفَى ٧
যতক্ষণ না আল্লাহ চান; নিশ্চয় তিনি প্রকাশ্য ও গোপন সব জানেন।
وَنُيَسِّرُكَ لِلْيُسْرَى ٨
আর আমি তোমার জন্য সহজ পথ প্রস্তুত করে দেব।
فَذَكِّرْ إِن نَّفَعَتِ الذِّكْرَى ٩
সুতরাং উপদেশ দাও, যদি উপদেশ উপকারে আসে।
سَيَذَّكَّرُ مَن يَخْشَى ١٠
যারা ভয় করে, তারা উপদেশ গ্রহণ করবে।
وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى ١١
আর তা থেকে বিমুখ হবে হতভাগ্য,
الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَى ١٢
যে প্রবেশ করবে মহা অগ্নিতে,
ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَى ١٣
সেখানে সে না মরবে, না বাঁচবে।
قَدْ أَفْلَحَ مَن تَزَكَّى ١٤
সফল সেই, যে আত্মাকে পরিশুদ্ধ করেছে,
وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّى ١٥
আর তার প্রভুর নাম স্মরণ করে সালাত আদায় করেছে।
بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا ١٦
তোমরা তো পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও,
وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَى ١٧
অথচ আখিরাত শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী।
إِنَّ هَٰذَا لَفِي الصُّحُفِ الْأُولَى ١٨
এ সমস্তই রয়েছে পূর্ববর্তী গ্রন্থসমূহে,
صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَىٰ ١٩
ইব্রাহিম ও মূসার কিতাবে।
Md Jony
supprimer les commentaires
Etes-vous sûr que vous voulez supprimer ce commentaire ?