রহিম একদিন বাজার থেকে একটি তোতা পাখি কিনে আনল। দোকানদার বলল, “পাখিটা খুব চালাক, কথা বলে।”
রহিম ঘরে এনে বলল, “বলো তো, আমিই সেরা?”
পাখি চুপ।
রহিম রাগে বলল, “তাহলে কিছু বলছ না কেন?”
পাখি হঠাৎ বলে উঠল, “আগে ফ্যান চালাও, মাথা ঘুরছে!”
রহিম থতমত খেয়ে ফ্যান চালাতেই পাখি বলল, “ব্রেইন ফ্রেশ, এখন শুরু করি—তুমি সেরা, বউ তোমার উপরে বস!”
(মোট: ৪০০ অক্ষর)
Мне нравится
Комментарий
Перепост