9 که در ·ترجمه کردن

তুহিন ছোট্ট একটা চায়ের দোকান চালায়। ছোটবেলা থেকেই সে একটা কথা শুনে বড় হয়েছে — "বেশি ভাবলে জীবন আটকে যায়। এক্সপেরিমেন্ট করো।"

একদিন দোকানে বসে সে ভাবছিল, সবাই তো শুধু অফিসের গল্প, চাকরির চিন্তাই করে। কেউ ভাবে না, একটা ছোট্ট কিছু দিয়েও ভালো থাকা যায়।

তুহিন ভাবনা না করে, একদিন দোকানে ৩টা নতুন জিনিস যোগ করলো — আদা-লেবু চা, হালকা মধুর শরবত আর এক কোণায় রাখা 'মুক্ত গল্পের খাতা'।
যেখানে যে আসতো, একটা করে নিজের গল্প লিখে রাখত।

প্রথমে কেউ পাত্তা দেয়নি। তুহিন ভাবলো, হয়তো ভুল করলো।
কিন্তু কিছুদিনের মধ্যেই দোকান জমে উঠল।
কেউ দুঃখের গল্প লিখছে, কেউ প্রেমের, কেউ স্বপ্নের।
মানুষ আসতে লাগলো শুধু কথা বলতে, একটু হাসতে।

তুহিন তখন বুঝলো — জীবনে বেশি ভাবলে কিছুই হয় না। একবার চেষ্টা করলেই হয়।

আজ তুহিনের দোকানের নাম ‘গল্পওয়ালা চা’।
সবাই আসে চা খেতে আর মনের কথা খুলে লিখতে।

তুহিন ভাবে —
"যারা শুধু ভাবে, তারা হারায়। আর যারা করে, তারা গল্প হয়।" #everyonefollowers #hilightseveryonefollowers #followers
#everyone #popular #supportlocal
#experiment #lifestorys #জীবনেরকথা #জীবনের_ছবি #চায়েরদোকান #littleboy
#support #followmeplease #comment
#likeandshere

image