প্রশ্ন : ঈদের নামাজে কেউ মাসবুক হলে তার বিধান কী?
উত্তর : ঈদের নামাজে শরিক হওয়ার আগে যদি এক রাকাত চলে যায়, ইমাম সাহেবের সালামের পর দাঁড়াবে এবং সুরা-কিরাত শেষ করার পর অতিরিক্ত তাকবির দিয়ে রুকু-সিজদা করে নেবে। আর যদি প্রথম রাকাতে অতিরিক্ত তাকবির শেষ হওয়ার পর নামাজে শরিক হয়, তাহলে তাকবিরে তাহরিমার পর অতিরিক্ত তাকবিরগুলো আদায় করে ইমামের সঙ্গে যোগ দেবে। (আদ্দুররুল মুখতার : ২/১৭৩, রদ্দুল মুহতার : ২/১৭৪, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৪/৪২৯)