ঈদের ইমামতি একজন, খুতবা অন্যজন দেওয়া
প্রশ্ন : ঈদের নামাজে একজন ইমামতি করা আর অন্যজন খুতবা দেওয়া মাকরুহ হবে কি না?
নুর মুহাম্মদ, মাদারীপুর
উত্তর : ঈদের নামাজে যিনি ইমামতি করবেন, তিনিই খুতবা দেবেন। বিনা প্রয়োজনে সর্বদা ঈদের নামাজে একজন খুতবা প্রদান ও অন্যজন ইমামতি করলেও নামাজ শুদ্ধ হয়ে যাবে, মাকরুহ হবে না।
কিন্তু এ রকম করা অনুত্তম।
(আদ্দুররুল মুখতার : ২/১৬২, রাদ্দুল মুহতার : ২/১৪১, ফাতাওয়ায়ে দারুল উলুম : ৫/৭১)