সব ধর্মে কোরবানির বিধান
পবিত্র কোরআনে এসেছে, মহান আল্লাহ বলেন, ‘প্রত্যেক উম্মতের জন্য আমি একটি কোরবানির পদ্ধতি নির্ধারণ করেছি, যাতে তারা আল্লাহর নাম স্মরণ করে সেই জীবজন্তুর ওপর, যা তিনি তাদের দিয়েছেন জীবিকাস্বরূপ, গবাদি পশু থেকে। আর তোমাদের ইলাহ একমাত্র ইলাহ; অতএব, শুধু তাঁরই আনুগত্য করো। আর আপনি সুসংবাদ দিন বিনয়ী লোকদের।
’
(সুরা : হজ, আয়াত : ৩৪)