কোরবানিতে নিয়তের বিশুদ্ধতা জরুরি
কোরআনে ইরশাদ হয়েছে, ‘বলে দাও, নিশ্চয়ই আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন ও আমার মৃত্যু—সব কিছুই আল্লাহর জন্য, যিনি সব জগতের প্রতিপালক।’
(সুরা : আল-আনআম, আয়াত : ১৬২)
(৬) কোরবানিতে আল্লাহভীতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ
পবিত্র কোরআনে এসেছে, ‘আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশত বা রক্ত, বরং তাঁর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া।’
(সুরা : হজ, আয়াত : ৩৭)