9 w ·çevirmek

আমাকে তুমি দিও ব্যথা
যত ইচ্ছে তোমার!
তবুও তুমি ছেড়ে যেওনা
একা করে আমায়।