11 u ·Prevedi

কে। তুমি চাইলে থেকে যেতে পারো। আমি পরে এসে নিয়ে যাব?"

শেষোক্ত কথাটা ইচ্ছেকৃতভাবেই প্রশ্ন করার ভঙ্গিমায় বললো তুর্জয়। কারন সে মনে প্রাণে চায় নন্দিতা তার সাথে ফিরে যাক। শূন্য চারদেয়ালের ঘরে প্রাণ ঢেলে দেওয়া মানুষটাই যদি না থাকে, তবে যে এ শূন্যতা আরও বাড়বে খানিকটা। শূন্যতায় পুড়বে তার বুকও। এতখানি শূন্যতা নিয়ে সে লড়বে কিভাবে? যদি তার মতামত হিসেবে কথাটা বললে নন্দিতা চুপচাপ মেনে নেয়, তাইতো কৌশলে প্রশ্ন হিসেবে ছুঁড়ে দিলো তাকে।

নন্দিতা কান্না আটকানোর চেষ্টা করতে দাঁত দিয়ে কামড়ে ধরলো তার নীচের পুরু ঠোঁট। অতঃপর মাথা নেড়ে নাসূচক ভঙ্গিমায় বলল,

"যাব"

বাইরে আজ আজকে রোদের উত্তাপ খানিকটা কম। দুপুরের খাওয়া দাওয়া শেষে ব্যাগ গুছিয়ে নিচ্ছে নন্দিতা। সন্ধ্যার দিকে রওয়ানা দেবে তারা। ঘণ্টা দেড়েকের পথ, তাই রাত হওয়ার আগেই পৌঁছে যাবে ঠিকমতো। খাওয়া দাওয়া শেষে তুর্জয় বেরিয়েছে কোনো এক কাজে। এই ফাঁকে সালমা বেগমের কাছ থেকে উপরতলার চাবিটা নিয়ে সেখানে যাওয়ার কথা ভাবে নন্দিতা। নন্দিতার বাবা মার মৃত্যুর পর উপরতলাটা আর ভাড়া দেয়নি তারা। বোধহয় তাদের জিনিসপত্রগুলো গুছিয়ে নেওয়ার কথা বলার সাহস পায়নি নন্দিতাকে, তাইতো না কখনও তারা আর উপরতলায় গেছে আর না সেই জিনিসপত্র সরিয়ে অন্য কাউকে ভাড়া দিয়েছে।

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।