বিয়ের দিন বউ বললো আপনারে আমি কেন বিয়ে করছি জানেন? আমি অবাক হয়ে বললাম কেন? বউ হাসতে হাসতে বললো আমার বান্ধবী সাদিয়ার বয়ফ্রেন্ড ছিলেন আপনি কয়েকবার আমাদের দেখাও হইসে। আমার বান্ধবী সাদিয়া ছিলো ঝগড়াটে মেয়ে সারাদিন দেখতাম আপনার সাথে ঝগড়া করে এত দুঃখ হত আপনার জন্য তবুও আপনি তাকে ভালোবেসে গেছেন, এই ভালোবাসা দেখেই আমি আপনার প্রেমে পরে গেলাম। আপনাদের ব্রেকআপ হওয়ার খবর শুনেই আমি বিয়ে করার চান্স লুফে নিয়েছি।
আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম তাহলে তো ভালোই তুমি অন্তত ঝগড়া করবা না। বউ অবাক হয়ে বললো করবোনা কেন আমার আগে কোন প্রেম হয়নি আমার ঝগড়াটে স্বভাবের জন্য তাইতো তো একজন ধৈর্যশীল পুরুষ বিয়ে করলাম। তার কথা শুনে মনে হলো জীবনটা আমার লসের সাগরে ডুবে গেলো।