টাকা এমন একটা জিনিস যার প্রয়োজনের শেষ নাই ৷৷৷৷৷৷৷৷৷৷
টাকা যার আছে তাকে সবাই মুল্য দেয় সম্মান করে ৷৷৷৷৷৷৷৷ বর্তমান যুগে যার টাকা নাই সে তার পরিবারের কাছে মূল্য হয় না তার সম্মান পায় না বন্ধু-বান্ধব রাও তাকে সম্মান করে না টাকা এমন একটা জিনিস যার চাহিদার কোন শেষ নাই টাকা ছাড়া বর্তমান যুগে ছোলা একদম পুরোই অসম্ভব যার টাকা আছে তার সব আছে বর্তমান যুগে টাকা থাকলে সব কিছু সম্ভব আর ছেলেদের কথা বললে তো তোর কোন প্রশ্নই ওঠে না ছেলে মানুষ আছে টাকার মেশিন ছেলে মানুষের জন্ম হচ্ছে টাকা ইনকাম করার জন্য টাকা ইনকাম করবে পরিবারকে চালাবে নিজের স্ত্রী সন্তানদের দেখভাল করবে একটা ছেলের যখন ২০ প্লাস বয়স হয়ে যায় তখন থেকেই তার কাঁধে সংসারের চাপ ওঠা শুরু হয়
আর এই জন্যই ছেলেদেরকে বলা হয় টাকার মেশিন আর টাকা এমন একটা জিনিস যার জন্য মানুষ সবকিছু করতে পারে টাকার জন্য মানুষ নিকৃষ্ট ভাবে দ্বিধাবোধ করে না এবং এটা মানব জীবনের কোন করার জন্য চাহিদার কোন শেষ নাই টাকা ইনকাম করো রেক্সপেক্ট করবে মানুষ তোমাকে সম্মান করবে যাইহোক সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ কালকে বেতন পেলাম ইনশাল্লাহ ভালো যাবে আজকে বাসায় যাচ্ছি অফিস ছুটি হলো সবাই দোয়া করবেন আমার জন্য এবং আপনাদের জন্য দোয়া রইল সবাই ভাল থাকেন এটা ভালোভাবে কাটান পরিবার পরিজনদের সাথে দোয়া করি সবার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের পোস্টে #money#taka

Aysha570
Tanggalin ang Komento
Sigurado ka bang gusto mong tanggalin ang komentong ito?