অনুগ্রহ করে সন্দেহ করুন!
“বাঙালির ফোন নম্বর বলার স্টাইল!
নাইন সেভেন থিরি টু বিরাশি আটচল্লিশ বাহান্ন।”
Boyfriend: তোমার বাড়িতে আমাকে মেনে নিবে তো?
Girlfriend: আমার বাড়িতে তো আমাকেই মানে না!
জীবনে চলার পথে থামতে নেই,
কিন্তু জুতা ছিড়ে গেলে আলাদা ব্যাপার!
আমি সেই একমাত্র ব্যক্তি যে,
3G স্পিডে বই পড়ি!
2G স্পিডে মুখস্ত করি!
4G স্পিডে ভুলে যাই!
আমার sad পোস্টকে কেউ seriously নেবেন না প্লিজ! ওগুলো আমি ঢং করি!
আমি কি কাউকে I Love U বলেছি?
কারো সাথে Relationship Status দিয়েছি? তবুও একদল লোক বলবে আমি প্রেম করি।
মশা হল একমাত্র ইন্টারন্যাশনাল গায়ক!
যার গান শুনে ছোটো-বড়ো সবাই
হাত-তালি দেয়!
Girlfriend কে “সোনা পাখি” বলে ডাকবে, আবার সে উড়ে গেলে দোষ!
না আসে কারো “কল” না আসে “মেসেজ”! বুঝি না এটা Phone ব্যবহার করছি নাকি calculator…”
ছোটো বেলায় আড়ি আর ভাব হতো
এখন block আর unblock হয়।
Shorif nawaz sakil
מחק תגובה
האם אתה בטוח שברצונך למחוק את התגובה הזו?