ইসলামের দুটি প্রধান শাখা হলো সুন্নি ইসলাম এবং শিয়া ইসলাম। বিশ্বব্যাপী মুসলিমদের মধ্যে প্রায় ৮৭ থেকে ৯০ শতাংশ সুন্নি এবং প্রায় ১০ থেকে ১৩ শতাংশ শিয়া। এই বিভাজনের সূচনা ঘটে মুহাম্মাদের উত্তরসূরি নির্ধারণ নিয়ে মতবিরোধ থেকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই পার্থক্য ধর্মতত্ত্ব ও আইনতত্ত্বসহ আরও বিস্তৃত মাত্রায় রূপ লাভ করে। সুন্নি মুসলিমদের প্রামাণ্য হাদিস সংগ্রহ ছয়টি বই নিয়ে গঠিত, যাদেরকে সিহাহ সিত্তাহ বলা হয়।