রেজিভাষী বিশ্বে এক সময় ইসলামকে Muhammadanism (মুহাম্মাদবাদ) নামে উল্লেখ করা হতো। এই পরিভাষাটি বর্তমানে পরিত্যক্ত, কারণ এটি ইসলাম ধর্মকে এমনভাবে উপস্থাপন করে, যেন মুহাম্মাদই এর উপাস্য বা কেন্দ্রীয় চরিত্র। মুসলিমদের বিশ্বাস অনুযায়ী, এই ধরনের বর্ণনা ইসলাম সম্পর্কে একটি বিভ্রান্তিকর ধারণা তৈরি করে, যেখানে মুহাম্মাদকে পূজিত ব্যক্তিরূপে উপস্থাপন করা হয়। অথচ ইসলামের মৌলিক শিক্ষা হলো শুধুমাত্র আল্লাহর উপাসনা করা এবং তার একত্বে অটল থাকা। মুহাম্মাদ ইসলামে সর্বশেষ নবি ও আল্লাহর প্রেরিত রাসুল হিসেবে সম্মানিত, কিন্তু তিনি উপাস্য নন।[১০]