যে আমাকে তার দুই চোয়ালের মাঝের অঙ্গ অর্থাৎ, যবান এবং দুই পায়ের মাঝের অঙ্গের (সঠিক ব্যবহারের) যামানত দেবে, আমি তার জন্য জান্নাতের যামিন হব। -সহীহ বুখারী, হাদীস ৬৪৭৪
পাঁচ ও ছয় :وَ الَّذِیْنَ هُمْ لِاَمٰنٰتِهِمْ وَ عَهْدِهِمْ رٰعُوْنَ.
এবং যারা তাদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে।
এই আয়াতে মুমিনের দুটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে :