# ভেসে বেড়ায়। প্রিয় পুরুষের একটু ভালোবাসা নারীকে বাঁচতে শেখায়।
এই যে এই মুহুর্তে পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি ছোঁয়া। তার থেকে সুখী পৃথিবীতে দুটো নেই। কারণ সাদু খুবই যত্ন সহকারে তার হাতে মলম লাগিয়ে দিচ্ছে৷ হাত খানা বাম হাতের ওপর রেখে ডান হাতের আঙুলে একটুখানি মলম নিয়ে ধীরে সুস্থ প্রলেম দিচ্ছে আঘাতপ্রাপ্ত স্থানে।
মাঝেমধ্যে ঠোঁট নারিয়ে ফু দিচ্ছে।
ছোঁয়া গালে হাত দিয়ে সাদির মুখ পানে তাকিয়ে আছে। আহহা কি সুন্দর গোলগাল মুখ খানা। উঁচু নাক। আর ঘনো দাঁড়ির মাঝখানে চিকন সরু গোলাপি অধর। ছোঁয়ার ইচ্ছে করছে ওই সুন্দর ঠোঁটে একটু চুমু খেয়ে নিতে। আশিকী ২ মুভির "মেরে আশিকী আব তুমহিহো" গানে ঠিক যেভাবে নায়ক নায়িকার ঠোঁটে চুমু খায়। ঠিক সেই ভাবে৷
কিন্তু নিরামিষ সাদু যদি একটা থাপ্পড় লাগিয়ে দেয়?
ধুর দিলে দিবে। কয়েকটা থাপ্পড়ের বদলে যদি একটা চুমু পাওয়া যায় তাহলে সেই থাপ্পড় গুলো ছোঁয়া রোজ খেতে প্রস্তুত৷
ভাবতে ভাবতেই ছোঁয়া নিজের মুখ খানা এগিয়ে নেয়। ব্যস্ত সাদির ব্যস্ততার সুযোগ নিয়ে টুপ করে ঠোঁট খানায় চুমু খেয়ে নেয়। এবং সঙ্গে সঙ্গেই সরে আসে। চোখ বন্ধ করে বসে থাকে শক্ত হয়ে। মানে মনে মনে থাপ্পড় খাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছে।
ঘটনাটা একটু তাড়াতাড়িই ঘটে যায়। সাদির হাত থামে কিছু সেকেন্ডের জন্য। তারপর পূণরায় নিজের কাজে মত্ত হয়।
বেশ কিছুক্ষণ সময় কাটে। গালে শক্ত হাতের অস্তিত্ব টের না পেয়ে পিটপিট করে চোখ খুলে ছোঁয়া। করলা বাবুকে স্বাভাবিক ভাবে অসুধ লাগাতে দেখে হতাশ হয়। বিরবির করে বলে
"ঠোঁটের সাথে ঠোঁট মিললে লিপ কিস হয় সেটা বোধহয় জানেই না উনি। কিসস বানান করতে পারে তো? না কি সেটাও পারে না"
"সাদু বেবি একটা কথা বলি?
সাদি গম্ভীর স্বরে বলে
" বয়স কতো তোমার?
ছোঁয়া খুশিতে গদগদ হয়ে বলে
"কয়দিন পরে ষোল হবে। তারপরই সতেরো।
পারফেক্ট বয়স না?
জানেন আমার দাদির বারো বছরে বিয়ে হয়েছিলো। পনেরো বছরে আমার আব্বু পৃথিবীতে আসে। আর সতেরো বছরে ফুপি।
সাদির মলম লাগানো শেষ। সে ফাস্ট এইচ বক্স গোছাতে গোছাতে বলে
" তোমার বয়সী ছেলে মেয়েরা ফোনে গেমস খেলে। আর তুমি বেয়াদবি করো?
ছোঁয়াও পাল্টা জবাব দেয়
"বেয়াদবি না এটা।
এটা বলে লিপ কিস
এল আই পি এস কে আই ডাবল এস
গুগলে সার্চ করে দেখুন। এটা শিখেছি আমও স্কুলে।
" কবে জানি আমার হাতের থা/প্প/ড় খাইতে খাইতে মা/রা যাবা তুমি।
বলেই রুম থেকে বেরিয়ে যায়। ছোঁয়া নিজের ঠোঁটের ওপর হাত রাখে। পরপরই মুচকি হাসে
"ইসস থা/প্প/ড় নয় সাদু
চুমু দিয়ে মে/রে ফেলুন আমায়।
__
খাবার খেতে বসেছে সাদি ছোঁয়া এবং পরি। পরির খাওয়া ইতোমধ্যেই শেষ। আপাতত ফিটারে ভরে পানি খাচ্ছে। আর ছোঁয়া অসহায়ের মতে বসে আছে। হাতের অবস্থা বাজে। নিজে হাতে খেতেও পারবে না। এদিকে পেটে ইঁদুর দৌড়াচ্ছে। মনে হচ্ছে যখন তখন ভুমিকম্প হবে।
সাদি নিজের প্লেটে মাংস ভাত নিয়েছে। এটা দেখে ছোঁয়া ভ্রু কুচকায়।
" ওহহ মাহহ আমার জামাই আজকে করলা খাবে না?
সাদি জবাব দেয় না। বরং ভাত মেখে ছোঁয়ার মুখের সামনে ধরে বলে
"খাও। কথা বললে মাইর খাবা৷
ছোঁয়া মুচকি হেসে ভাতের লোকমা মুখে পুরে নেয়৷ এবং বলে
" সাদু আপনি খুব ভালো। একটু নিরামিষ তাও ব্যাপার না। একদিন রোমান্টিক মুভি দেখাবোনি আপনাকে। ওই মুভি দেখলে নিরামিষকতা কেটে যাবে। তার
সাদি ধমক দিয়ে বলে
"আর একটা কথা বললে বাইরে রেখে আসবো
ঠোঁট চট করেই প্রশ্ন করে
" আর চুমু দিলে?
সাদি চোখ পাকিয়ে তাকায়। ছোঁয়ার আর সাহস হয় না কথা বলার। সে চুপচাপ গিলতে থাকে। আর সাদি নিজের মতো করে খাওয়াতে থাকে।
সেই মুহুর্তে চলে আসে সাদির বেস্ট ফ্রেন্ড সামির। তার কাছে এক্সট্রা চাবি আছে। সেটা দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে।
সাদির পাশে সুন্দরী এক নারীকে দেখে বলে ওঠে
"সাদি ডার্লিং তুই এটা কি করেছিস?
মাইয়া নিয়ে ফাঁকা বাড়িতে আছিস?
হারামি তুই জানিস আমি তোকে এখন কট ম্যারেজ করিয়ে দিতে পারি।
সাদি এক পলক সামিরের পানে তাকিয়ে বলে
" এখানে কি চাই তোর?
সামির একটা চেয়ার টেনে বসে পড়ে। নিজের মতো করে ভাত তরকারি প্লেটে বারতে বারতে বলে
"এলাম তোর বউ দেখতে।
শু