11 在 ·翻译

#কিন্তু সুযোগ করে উঠতে পারছে না।এখন কথা বলাটাও জরুরি।

এদিকে আনিশা এড়িয়ে চলার চেষ্টা করছে ইয়াশকে।

"আমার কোমরের ব্যাথা কমে না ক্যান।এই অবস্থায় আবার আমাকে টেনে এনেছে।খালা মনি যে ২ঘন্টা আগে ঘুরাবে ধুর। "

আনিশা মনে মনে কথা গুলো ভাবতে ভাবতে হাট ছিলো তখনই কারোর বুকের সাথে বারি খায়।
উপরের দিকে তাকিয়ে দেখে ইয়াশ।

"স্যার আপনি?"

"এমন অবাক হচ্ছ যেন আজ প্রথম দেখলে?"

"না মানে তা না। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। "

"হু এভাবে হাটছো কেন ভালো করে হাটো।"

"আপনার জন্য আমার কমোড় ভাঙছে আর এখন আসছেন বলতে ভালো করে হাটতে।"

"আমি কি বলছিলাম তোমাকে ফ্লোরে নাগিন ডান্স করো হুহ।"

বলে ইয়াশ পকেটে দু হহাত গুজে চলে যায়।

"কি বলে গেলো?শুধু শুধু অপমান করল বুঝেছিলো যখন যে আমি পরে গেছি একটু ডক্টর তো ডাকতে পারতো ধুর।"

প্রায় ঘন্টাখানেক পর ওদের শপিং শেষ হলো। ডিনার করে সবাই বাসায় যাবে।
ডিনারের পর যে যার গাড়িতে উঠে পড়ে।আনিশা ২টো গাড়ির সামনে গিয়েই দেখে যায়গা নেই।

"আম্মু তুমি কি আমাকে ফেলে যাবা?"

"কেন এমনটা মনে হয় তোমার?তুমি ইয়াশের সাথে যাবা।"

"কিহ!"

তখন লাবণ্য বলে,,

"আরে যা যা জামাই বাবার সাথে যা।কথা বলবি তোরা।তোদের মধ্যের জড়তা কেটে যাবে।"

"কিন্তু …"

"কোনো কিন্তু না আনিশা যাও।"

আর কি করার আনিশাকে যেতেই হলো। ইয়াশের গাড়ির সামনে আসতেই বাকি ২ টো গাড়ি চলে গেলো।

"মানে এখন স্যার যদি আমাকে মে/রে গুম করে দেয় আমাকে বাঁচানোর জন্য কেউ নেই।"(মনে মনে)

আনিশাকে এভাবে দাড়িয়ে থাকতে দেখে ইয়াশ বলে,,

" মিস নাগিন এভাবে দাড়িয়ে না থেকে উঠুন।এমনিতেই লেট হয়ে গেছি আমরা।"

আনিশা উঠল।ইয়াশ চুপচাপ ড্রাইভ করে যাচ্ছে।আনিশাও চুপ।

বেশ কিছুক্ষণ পর গাড়ি চলতে চলতে থেমে গেলো।আনিশা প্রায় ঘুমিয়ে পড়েছিলো।তাই চমকে উঠে জিজ্ঞেস করল,,

"কি হলো স্যার?"

" বুঝলাম না দাড়াও নেমো না দেখছি।"

ইয়াশ নামলো দেখতে।আনিশা গ্লাস নামিয়ে জিজ্ঞেস করল,,

"কি হয়েছে স্যার?"

"যা হওয়ার তাই হইছে।কুফা সাথে নিয়ে আসছি।২টা টায়ার গেছে।"

"কিহ!এখন যাবো কিভাবে।?"

"জানিনা আমি।"

"স্যার"

"🙂"

কি হলো আপনি এমন রিয়াকশন দিচ্ছেন কেন?"

"তুমি স্যার ডাকা অফ করো।স্যার শুধু কলেজে। আর বাহিরে…"

"বাহিরে কি?"

ইয়াশ কিছু বলতে গিয়েও থেমে গেলো।মনে মনে নিজেকেই বলল,,

"কি হয়েছে তোর ইয়াশ। কি বলতে যাচ্ছিলি যে তুই ওর হাসবেন্ড? সিরিয়াসলি এখনো বিয়েও হয়নি।আর তুই তো এই বিয়ে করতেই চাস না।মাথা গেছে তোর।"

"ও স্যার।"

"হু বলো।"

"ক্যাব বুক করুন একটা "

" নেটওয়ার্ক নেই এখানে। ফাকা হাইওয়ে একটা।"

"মানে এখানে আপনি যদি আমাকে মে/রে গুম করে দেন কেউ আমায় খুজে পাবে না?"

ইয়াশ কি উত্তর দিবে ওর জানা নেই।এমন টাইমে কেউ এগুলো কিভাবে ভাবতে পারে?

"এখন টায়ার চেঞ্জ করতে হবে।"

"ওহ করুন তারাতাড়ি। "

ওয় মিস বকবক আমাকে হেল্প করো তোমার জন্যই এগুলা হচ্ছে।"

"মানে কি স্যার?"

"মানে তুমি কুফা।"

"কি বললেন?আমি আন্টিকে বলবো আপনি আমার সাথে বাজে বিহেভ করেছে।"

"কখন করলাম।আচ্ছা নামো হেল্প করো।"

"আমি পারিনা তো।"

"আমি যা বলবো তাই করে দিও তাতেই হেল্প হবে।"

"ওকে।"

এরপর আনিশা ইয়াশকে হেল্প করে ইয়াশ টায়ার চেঞ্জ করে।

আনিশা দেখে ইয়াশকে কিউট লাগছে। মনে মনে আনিশা বলে,,

"স্যার তো মাশাল্লাহ অনেক কিউট।তাতে আমার কি স্যার তো স্যার।"

আনিশাকে ভাবতে দেখে ইয়াশ বলে,,

"এই যে মিস চলুন।"

"হুম।"

আনিশা গাড়িতে উঠলো ইয়াশও।বাসায় পৌঁছাতে পৌঁছাতে আনিশা আবার ঘুমিয়ে পড়ে।ইয়াশ ওকে ডাকে কিন্তু উঠে না।

"এ তো আমার থেকে বড় কুম্ভকর্ণ। "

ইয়াশ আনিশার আম্মু আর বাবাকে ফোন করে পরে ওরা এসে আনিশাকে নিয়ে যায়।

ইয়াশ ওর বাসায় চলে যায়।

কয়েকদিন পর ওদের এনগেজমেন্ট হয়ে যায়।কলেজের কেউ এখনো জানেনা ইয়াশ আনিশার উডবি হাসবেন্ড। শুধু আনিশার ফ্রেন্ডরা জানে।

এনগেজমেন্টের ৩ দিন পর একদিন রাত ১২:০২ মিনিটে আনিশা ইয়াশকে ফোন করে।১৩ বার ফোন করার পর ইয়াশ ফোন ধরে।

"হ্যালো"

"স্যার আপনি কি বেঁচে আছেন?"

আনিশার কথায় ইয়সশ একবার ফোন স্ক্রিনে দেখল তাতে বড় করে লেখা মিস কুম্ভকর্ণ।

"তুমি কি এতো রাতে আমাকে এটা বলতে কল দিয়েছো আনিশা? "

" না স্যার কালকে দেখা করতে পারবেন?"

"কখন?"

"বিকেল ৫টায়।"

"ওকে। "

"ওকে স্যার।ঘুমান গুড নাইট।

ইয়াশ আবারো ঘুমিয়ে পড়ল।আনিশা কল কেটে গেম খেলতে লাগল।

চলবে…!!

একটা সময় ছিল, যখন যেকোনো সম্পর্কের সাথে নিজেকে আকড়ে রাখতে চাইতাম। নিজের সবটুকু দিয়ে সম্পর্কটা টিকিয়ে রাখতাম। যত্নবান ছিলাম খুব। কিন্তু দিন শেষে সেই আকড়ে ধরা সম্পর্কগুলো থেকেই সবচেয়ে বেশি দুঃ'খ পেয়েছি!

আমার জীবনেও প্রেম এসেছিল। যাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ছিলাম। নিজের সবটুকু দিয়ে তাকে আকড়ে রেখেছিলাম, খুব সোহাগে আদরে। নিজের অস্তিত্ব ভুলে তাকেই নিজের অস্তিত্ব বানিয়ে ছিলাম। যার জন্য দিনশেষে নিজেকে আর খুঁজে পাই নি। এতে করে তার চলে যাওয়াতে আমিই কষ্ট পেয়েছিলাম।

যার হাত ধরে সব কিছু ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলাম, সেই মানুষটাও বুঝে নি আমায়। সব কিছুর জন্য আমাকেই দোষারোপ করল। নিজেকে মানিয়ে নিতে না পারায় টিকলো না সেও শেষ পর্যন্ত!

এক সময় আমার অনেক বন্ধু ছিল। নিজের ভালোর কথা চিন্তা না করে, ওদের ভালো রাখতে ব্যস্ত ছিলাম। ওদের একটা ডাকে নিজের সবটুকু ঢেলে দিতাম। অথচ আমার বিবর্ণ সময়ে ওদের পাশে পাই নি। খেয়াল করলাম, আমিই ওদের প্রয়োজনের পাত্রই ছিলাম কেবল। প্রিয়জন আর হতে পারি নি।

একটা সময় ছিল, যখন আত্মীয় স্বজনের কাছে খুব প্রিয় ছিলাম। সবাই বলত আমার মতো ভালো আর কেউ হয়ই না নাকি। রূপে গুনে যেন মা লক্ষ্মী! কিন্তু যখন দুঃসংবাদগুলো আমায় আষ্টেপৃষ্ঠে ধরে ছিল তখন তারাই সবার প্রথমে চোখ বাকিয়ে ছিল!

বাবা মায়ের আদরের ছিলাম খুব। সব সময় মাথায় করে রাখত। অথচ যখন দেখতে পেল আমাকে দিয়ে কিচ্ছু হচ্ছে না আর তখন সেই আমিই যেন তাদের চোখের কাঁটা হয়ে দাঁড়িয়ে। এখনও মাথায় রাখে, তবে সেটা বোঝা ভেবে!

বিশ্বাসের নামে বিশ্বস্ত মানুষগুলো আমায় চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে ছিল, সবকিছু আমারই ভুল! তাই এখন আর কোনো সম্পর্কের উপর বিশ্বাসটা ঠিক রাখতে পারি না। কাঁচের মতো ভেঙে যাওয়া এই আমি এখন শুধু নিজের উপর বিশ্বাস করতে পারি। কেউ ভালো করতে চাইলে এখন আর বিশ্বাস হয় না বরং তার দিকে মুচকি হেসে “আমি ভালো আছি” বলে পাশ কাঁটিয়ে যাই।
এখন এভাবেই চলছে জীবন আমার, চলুক না!

💞💞"ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা দেখা যায় না ছোঁয়া যায় না
—কেবল হৃ'দয় দিয়ে অনুভব করা যায়-
💗🥀"

💖💖"তুমি আমার জী'বনের সেই মানুষ যার সাথে কাটানো প্রতিটা মু'হূর্ত স্ব'প্নের মতো সু'ন্দর-💗🥀"

❤️‍🩹❤️‍🩹"ভালোবাসা মানে একস'ঙ্গে থাকার প্রতি'শ্রুতি সুখে-দুঃখে হাত না ছাড়ার অ'ঙ্গীকার-💗🥀"

💑 💑"তোমার একটি হাসি আমার দিনের সব ক্লা'ন্তি দূর করে দেয়-💗🥀"

🌙🌙"তুমি আমার আকাশের চাঁ'দ আমার জী'বনের আলো আমার হৃ'দয়ের স্প'ন্দন-💗🥀"

💝💝"ভালোবাসা কখনো দূ'রত্ব বোঝে না, শুধু বোঝে হৃ'দয়ের টান-💗🥀"

🥰🥰"তোমার ভালোবাসার ছোঁয়ায় আমার পৃ'থিবী বদলে যায় যেন এক নতুন সকাল জ'ন্ম নেয়-💗🥀"

❤️❤️"ভালোবাসা হলো দুটি আ'ত্মার একত্রে পথচলা যেখানে একে অপরের সুখই সবচেয়ে বড় আনন্দ-💗🥀"

🖤🖤"বেঁ'চে থাকুক পৃ'থিবীর সকল ভালোবাসা!

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন।
এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image

যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.