11 में ·अनुवाद करना

#

"না বাবা তা নয়।আসলে মেয়ে আমার থেকে ছোট অনেক।"

"খুব বেশি ছোট না।তুমি এবার কলেজে জয়েন করেছো পড়াশুনা শেষ করে।আর ও ইন্টারে পড়ে।আর মেয়ে আমাদের পছন্দ। তেমন হলে ২ বছর অপেক্ষা করবো। "

"কি দরকার বাবা বাদ দাও না।"

"আমি বাদ দিলেও তোমাট মা দিবে না।"

"তুমি বলবা তোমার মেয়ে পছন্দ না। মা করে দিবে কারন তোমার পছন্দতে আম্মুর একটুই বিশ্বাস নাই।"

"এমনে বাবাকে ইন্ডাইরেক্টলি অপমান করতে তুই পারলি ইয়াশ? "

"কই অপমান করলাম আমি শুধু বললাম তুমি এটা বলবা।"

"তোরা আমার ছেলে হয়েও তোর মায়ের পক্ষে কথা বলিস।"

"বাবা কিসের মধ্যে কি বল?"

"ঠিকই বলি। আমি তোর বিয়েটা পিছিয়ে দেবো কিন্তু এতে আমার লাভ কি?"

"কি চাও তুমি?"


ত্যাগ
________________________________

রাত ১০:৩০,,
খাবার টেবিলে সবাই উপস্থিত। খাওয়া শুরু করতেই রাহিমা বেগম সকলের উদ্দেশ্যে বললেন,,

"সবার মতামত কি?মেয়ে কেমন লাগলো?আমার কিন্তু বেশ ভালো লেগেছে।"

শাশুড়ী কথায় ইরা বলে,,

"আমারো ভালো লেগেছে মামনি।"

"আমার আর মোহনার(ইরার নাম এখন থেকে মোহনা) যখন ভালো লেগেছে তখন তো আর কোনো কথাই নেই।"

মায়ের কথায় ইরফান বলে,,
"আম্মু তুমি যে জানতে চাইছো যদি বলি আমার ভালে লাগে নাই তাহলে কি বিয়ে ক্যান্সেল করবা?"

"তুই বলার কে রে?তুই তোর বাবা আর তোর ভাই ৩টা গরু।তোরা ভালো মন্দর কিছু বুঝিস না।"

"ইয়াশের মা সব কথায় আমাকে না টানলে তোমার হয়না।"(চোখ গরম করে তাকিয়ে।)

" আমি টানিনি।কথায় কথা আসলো।"

রিশাদ সাহেব ছোট ছেলের কানের কাছে গিয়ে বলে,,

"দেখলি তোর মা একটুও সম্মান দেয় না আমায়।থাকছি না এ বাসায়।"

"ইরফান তোর বাবাকে বল আমি ছাড়া তাকে সহ্য করার মতো কেউ নেই।"

"তুমি এটাও শুনেছো।"

"কান আছে আমার শুনবই তো।"

বাবা মার ঝগড়া থামাতে ইয়াশ বলে,,

"আম্মু বাবা তোমাকে কিছু বলতে চায়।"

"হুম বলো।"

"আমি বলছি কি ইয়াশের আম্মু বিয়েটা কিছুদিন পর করাও।কারন মেয়ে এখনো ছোট এইচএসসি টা দিক তারপর নাহয় বিয়ে হবে।এখন engagement টা করিয়ে রাখি।"

"না। বিয়ের পরও তো পড়াশুনা করতে পারে এখন বিয়ে হলে কি সমস্যা? "

"আহা বুঝো না কেন?"

"বুঝি এসব রাখো আর খাও।"

"তুমি বুঝার চেষ্টা কর। ওকে সেকেন্ড ইয়ারে উঠুক মেয়ে তারপর বিয়ে দিও।।"

"হুম ঠিক আছে। "

ইয়াশ একটা সস্তির নিশ্বাস নিলো। তারপর সবাই খাওয়া শেষ করে যে যার রুমে শুতে গেলো।

রাত ১২:১০
ইয়াশ রুমের দরজা দিয়ে মাথা বের করে উকি দিলো।

'না কেউ নেই।"

ইয়াশ গুটি গুটি পায়ে ড্রইং রুমে এলো। এসে দেখে রিশাদ সাহেব বসে বসে ঘুমিয়ে পড়েছে।
ইয়াশ হাসে।সে তার বাবাকে ভালো করে সুইয়ে দিয়ে রুম থেকে কম্বল এনে গায়ে জড়িয়ে দেয়।

"বাবা তুমি এখনো আগের মতোই কিউট আছো।লাভ ইউ বাবা।হয়তো সামনা সামনি কোনোদিন বলতে পারবো না। পৃথিবীতে একমাত্র বাবা তুমি আছো বলেই নিজের সব চাওয়া পাওয়া পুরণ হচ্ছে। লাভ ইউ বাবা।"

কথা গুলো বলে পিছে ঘুরতেই দেখে ইরফান দাড়িয়ে আছে।

"ভাইয়া তুমি কখন এলে?"

"একটু আগে।"

"তোমার মন খারাপ কেনো ভাইয়া?"

"এমনি যা ঘুমাতে যা।তোর হাতে কি ওটা?"

ইয়াশ বিয়ারের বোতলটা লুকিয়ে ফেলল।

"কিছু নাই ভাইয়া। "

"হুম আচ্ছা যা।"

ইয়াশ ওর রুমে চলে গেলো।

________________________________

সকাল সকাল রেডি হচ্ছে ইয়াশ আজ কলেজ যেতে হবে ক্লাস আছে।
ক্লাস শেষ করে বন্ধুদের সাথেও দেখা করতে হবে তাকে।

তারাতাড়ি রেডি হয়ে এসে ব্রেকফাস্ট করতে বসে।সবাই আছে সেখানে।রিশাদ সাহেব আর ইরফান অফিস যাবে মিটিং আছে আজ আর তাই বাবা ছেলে দুজনই সকাল সকাল যাচ্ছে।

খাওয়া শেষ করে সবাই যে যার কাজে চলে গেলো।

ইয়াশ ড্রাইভিং পারে তবুও ড্রাইভার নিয়ে এসেছে কারন ড্রাইভ করতে ওর আলসেমি লাগে।

বেশকিছুক্ষন পর কলেজের সামনে এসে গাড়ি থামলো ইয়াশ নামতেই ওর মুখে কেউ পানি ছুড়ে মারলো।

ইয়াশ সামনে তাকিয়ে দেখে আনিশা।

"এই মেয়েটাকে দেখার পর থেকেই কুফা লাগছে আমার।এখান আবার কই থেকে আসলো?"(মনে মনে)

আনিশা ওর ফ্রেন্ডদের সাথে গল্প করছিলো তখনই রাইসা (আনিশার ফ্রেন্ড) পানি খাচ্ছিলো আর আনিশা পানির বোতলটা ওর হাত থেকে নিয়ে নেয় টান দিয়ে যেহেটু বোতলের মুখ খোলা ছিলো তাই টান দেওয়ায় পানিটা এসে পড়ে ইয়াশের মুখে।

আনিশা ইয়াশকে দেখে অবাক হয়।

" একি Mr.হাফ প্যান্ট আপনি এখানে কেন?"

"কিহ!কি বললে তুমি?"

"যা শুনলেন।বাট আপনি এখানে কেন?''

" আমারো সেম প্রশ্ন তুমি এখানে কেনো?"

"আমি এই কলেজের স্টুডেন্ট আমি তো থাকবোই।"

"আর আমি এই কলেজের টিচার।তো আমিও তো থাকবোই।"

"কিহ!"

"জ্বি।"

তখনই বেল বাজে ক্লাসে যাওয়ার আনিশারা সবাই ক্লাসে যায়।

ইয়াশ ভাবে,,

"এমন বেইজ্জতি হ্যা! নাহয় ভুলে হাফ প্যান্ট

3 एम ·अनुवाद करना

এটি সম্পর্ককে করে উষ্ণ, প্রাণবন্ত ও আশাবাদী। হলুদ ভালোবাসা মনকে ভরিয়ে দেয় হাসি আর ইতিবাচকতায়, আনে নতুন সূচনা ও বিশ্বাসের বার্তা, যা চিরকাল হৃদয় আলোকিত করে রাখে।" (≈300 character)

image
4 एम ·अनुवाद करना

এটি সম্পর্ককে করে উষ্ণ, প্রাণবন্ত ও আশাবাদী। হলুদ ভালোবাসা মনকে ভরিয়ে দেয় হাসি আর ইতিবাচকতায়, আনে নতুন সূচনা ও বিশ্বাসের বার্তা, যা চিরকাল হৃদয় আলোকিত করে রাখে।" (≈300 character)

image
7 एम ·अनुवाद करना

এটি সম্পর্ককে করে উষ্ণ, প্রাণবন্ত ও আশাবাদী। হলুদ ভালোবাসা মনকে ভরিয়ে দেয় হাসি আর ইতিবাচকতায়, আনে নতুন সূচনা ও বিশ্বাসের বার্তা, যা চিরকাল হৃদয় আলোকিত করে রাখে।" (≈300 character)

image
8 एम ·अनुवाद करना

এটি সম্পর্ককে করে উষ্ণ, প্রাণবন্ত ও আশাবাদী। হলুদ ভালোবাসা মনকে ভরিয়ে দেয় হাসি আর ইতিবাচকতায়, আনে নতুন সূচনা ও বিশ্বাসের বার্তা, যা চিরকাল হৃদয় আলোকিত করে রাখে।" (≈300 character)

image
9 एम ·अनुवाद करना

Find Reliable IT Business Services Near Me for Maximum Efficiency

Searching for IT business services near me? avanticns.com provides expert IT support tailored to your business. From secure networks to on-site assistance, we make sure your systems run smoothly so you can focus on growing

image