গল্পের নাম ওরা চারজন।
একবার যার জন্য একসাথে নামাজে দাঁড়িয়েছে। একজন নামাজের সশব্দে হাওয়া ছেড়ে দিল। পাশের লোকটি নামাজ অবস্থায় তাকে হাত দিয়ে খোঁচা মেরে বলল আরে ভাই আপনি তো হাওয়া ছেরে দিয়েছেন। 😄 আপনার নামাজ ভেঙ্গে গেছে। তৃতীয় জন নামাজ অবস্থায় দ্বিতীয় জনকে বলল তুই যে কথা বলছিস তোর ও কিন্তু নামাজ ভেঙ্গে গেছে। চতুর্থ জন বলে উঠলো হা হা আমি জানি নামাজে কথা বললে নামাজ ভেঙ্গে যায় তাই আমি কোন কথা বলবো না। 😄😄
ফলাফল: এতে সকলের নামাজে কিন্তু নষ্ট হয়ে গেছে। ইসলামী শিক্ষা না থাকায় এই অজ্ঞতা তৈরি হয়েছে। তারা জানেই না যেটা নামাজ কোন কথা দ্বারা নষ্ট হয়ে যায়।
এই জাহালাত বা অজ্ঞতা দূর করার জন্য ইসলামী শিক্ষার কোন বিকল্প নেই।
Tanzim Bin Helal
Tanggalin ang Komento
Sigurado ka bang gusto mong tanggalin ang komentong ito?