গল্পের নাম নির্বোধ পার্ট ২
এক লোক ডাক্তারের নিকট গিয়ে শরীরের দুর্বলতার কথা বলেলে ডাক্তার দুর্বলতা কাটানোর জন্য একটা সিরাপ দিলেন, এবং ফাইল এর উপর সাদা কাগজ দিয়ে দাগ কেটে প্রতিদিন এক এক দাগ করে খেতে বললেন। লোকটি রোজ ফাইলের উপর সাদা কাগজগুলো এক দাগ করে তুলে খেতে লাগলো, এভাবে সব সাদা কাগজ খেয়ে সাবার। কিছুদিন পর ডাক্তারের নিকট গিয়ে বলল, ডাক্তার সাহেব দাগ তো সব খেয়েছি। কিন্তু দুর্বলতা এখনো কাটেনি। রোগীর কথায় ডাক্তারের সন্দেহ হলো,
ডাক্তার: ফাইলটা নিয়ে আসুন। ডাক্তার ফাইল হাতে নিয়ে দেখে সুবহানাল্লাহ, ফাইলের ঔষধ ফাইলেই আছে, উপরের কাগজ হাওয়া। উপরের কাগজ কোথায় রোগের উত্তর: কেন স্যার, আপনি না এক এক দাগ করে খেতে বললেন, আরে বোকা আমি তো ওষুধ খেতে বলেছি, দাগ খেতে বলিনি।
শিক্ষা: নির্বুদ্ধিতা কত নিচে নামলে এই আচরণ করতে পারে। সমাজে এইসব নির্বোধ লোকের অভাব নেই। মুসলমানদের মধ্যে দ্বীনের ব্যাপারে ঐরকম বহু নির্বোধ পাওয়া যায়, যাদের উপরে ইসলামের রং আছে অন্তরে ইসলাম নেই।
Trash Queen
Xóa nhận xét
Bạn có chắc chắn muốn xóa nhận xét này không?