গল্পের নাম বাড়িওয়ালাও ভাড়াটে পার্ট ২
ওই গল্পটি আমার ওস্তাদ মহতারাম পাহাড়পুরী হুজুর দামাত বারাকাতুহুম বলেছেন, এক বাড়িওয়ালা মাস শেষে ভাড়া নেওয়ার জন্য আসলে ভাড়াটিয়া অভিযোগ করে বলে, জমিদার সাহেব ট্রেনগুলো পুরাতন হওয়ার অনেক জায়গা ছিদ্র হয়ে গেছে। বৃষ্টি হলে ছিদ্র দিয়ে পানি পড়ে ঘর ভেসে যায়, জমিদার ছিলেন ঢাকাইয়া। তাই টাকাইয়া বাসায় জমিদার সাহেব ভুরু কুঞ্চিত করে বলল,হ, হ, ২০০ টাকা ভাড়া দাও, বৃষ্টি পরবো না শরবত পরবো।
এই গল্পের কি শিক্ষা হতে পারে আপনাদের কাছে জানতে চাই প্লিজ কমেন্টে বলে দেবেন।
पसंद करना
टिप्पणी
शेयर करना