পিঁপড়া একটি সামাজিক কীট, যারা দলবদ্ধভাবে বসবাস করে। এরা অত্যন্ত পরিশ্রমী ও শৃঙ্খলাপূর্ণ জীব। পিঁপড়ার বিভিন্ন প্রজাতি রয়েছে, কিছু পিঁপড়া খাবার সংগ্রহ করে রাখে, আবার কিছু পিঁপড়া আক্রমণাত্মক প্রকৃতির হয়। এদের মধ্যে একটি রানী পিঁপড়া ডিম পাড়ে, আর বাকিরা কাজ করে—যেমন খাদ্য সংগ্রহ, বাসা বানানো ও রক্ষা করা।
Md Habib Ullah
Deletar comentário
Deletar comentário ?