11 w ·Tradurre

#
-"আমি সাব্বির কে কল করে দিয়েছি। ইনফরমেশন পাওয়া যাবে আর্লি।"

ফিজা চিন্তিত মুখে একপাশে দাঁড়িয়ে। বোন তার চুপচাপ স্বভাবের। কথা কম বলে। ভীতু প্রকৃতির মেয়ে। মা বোন কে না বলে আগে সে কোথাও যেতো না। আর সেখানে আজ এতো ভোরে মেয়ে টা নিজের স্বামীর ঘর থেকে না বলে কোথাও চলে গেলো? ব্যাপার টা তাকে ভাবাচ্ছে। ঠিক তখনই আব্রাহাম নিচে হাঁটু ভেঙে বসে পরলো। দুই হাতে মুখ চেপে ধরে বলে উঠলো,

-"ও চলে গেছে ভাইয়া। আর আসবে না। ঠকিয়েছি আমি ওকে, কিন্তু ভালোবাসি আমি। প্লিজ ওকে এনে দাও। প্লিজ আর ওকে জোর করবো না কোনো কিছু নিয়ে। প্লিজ আমার শুধু ওকে চাই।"

বলতে বলতে বিলাপ করতে লাগলো আব্রাহাম। আবরাজের হাত একটু জড়িয়ে ধরে কাঁদছে সে। সবাই নির্বিকার। নারীর অভিমান ভয়ংকর হয়। যতক্ষণ তাকে সেই অভিমান থেকে দূরে রাখতে পারবে ঠিক ততক্ষণ। তারউপর শান্ত সহজসরল মানুষ গুলো হয় একরোখা। তারা হুটহাট কোনো ডিসিশন নিবে না সহজে রাগবে না, কাঁদবে না, অভিমান করবে না। যখনই এগুলো করবে তখন বুঝে নিতে হবে সে অল্পতে কিছু করে নি। তার ওপর গভীর প্রভাব পরেছে বিধায় সে এমন করেছে।

-----

সময় কত দ্রুতই না চলে। আমরা এটার জন্য অপেক্ষা তো করি তবে এটা আমাদের জন্য অপেক্ষা করে না। তেমনই অপেক্ষা করে বসে নেই এটা। এটার কাটা চলছে। টিকটিক করতে করতে ন্যানো সেকেন্ড, ন্যানো সেকেন্ড থেকে সেকেন্ড, সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে ঘন্টা, ঘন্টা থেকে দিন, দিন থেকে সপ্তাহ, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর, চলতেই থাকে এভাবে। এরমধ্যে কত কী হয়। কত কী বদলায়। শুধু বদলায় না সময়। মানুষ বদলায় মানুষের সময় বদলায়। শুধু স্মৃতি বদলায় না। প্রিয় মানুষের স্মৃতি যা কখনোই বদলানোর নয়। তবুও আমাদের জীবন যুদ্ধে এগিয়ে চলতে হয়। দৈনন্দিন জীবন আসছে যাচ্ছে আবার আসছে।

-"আব্রাহাম?"

আচমকাই নিজের নাম শুনে একটু চমকে উঠলো আব্রাহাম। হাত থেকে ছিটকে কলম টা ডেস্কের ওপর পড়লো। আবরাজের কোলে একটা বাচ্চা ছেলে। বয়স কত হবে? এই তো বছর হবে না। গোল গোল বড়ো বড়ো আঁখি পল্লব দিয়ে সে ড্যাবড্যাব করে দেখছে আব্রাহাম নামক পুরুষ কে। আব্রাহামের মুখে মৃদু হাসি ফুটে উঠলো। হাত বাড়িয়ে দিতে সে ঝাঁপিয়ে কোলে পড়লো। আব্রাহাম আদর করলো। এরপর বললো,

-"আমার কাছে থাক এখন। তুমি যাও ভাইয়া।"

আবরাজ ওর হাতে একটা ঔষধের শিশি দিয়ে বললো,

-"তাড়াতাড়ি খেয়ে নে। আর শোন আজ ডক্টর আঙ্কেলের সাথে দেখা কর।"

আব্রাহাম শিশি টা হাত নিয়ে পকেটে রাখলো। মাথা নাড়িয়ে বললো,

-"খেয়ে নেবো আমি। দেখাও করবো। তুমি যাও।"

আবরাজ দীর্ঘ শ্বাস ফেললো গোপনে। এরপর বেরিয়ে গেলো। ফিজা কাঁচের দেয়ালের ওপাশ থেকে দাঁড়িয়ে দেখলো সব টা। সুদর্শন পুরুষ আব্রাহাম। মুখে চাপদাড়ি। সর্বদা পরিপাটি। তবুও যেনো আগের মতো উজ্জ্বল নেই মানুষ টা। কেমন মলিন মানুষ টার চেহারা।
আজ আড়াই বছর হয় মেহরিন নেই। এই আড়াই বছরে আব্রাহাম এমন দিন নেই নিজের এই পরিস্থিতির কথা ভেবে ভেবে ডিপ্রেশড হয়ে হসপিটাল ভর্তি হয় নি। মানসিক যন্ত্রণা ঠিক কতটা হয়ে থাকে এটা সবাই কমবেশি অনুভব করতে পারে। হয়তো এটা মরণব্যাধি নয়। তবে ভেতর থেকে একটা মানুষের আত্মা ঠিকই মারা যায়। ফিজার চোখের কোলে জমে থাকা জল মুছে নেয় সে সাবধানে। এখানে তার-ও কিছু করার নেই। হয়তো নিয়তিতে এমন লেখা ছিলো। যখন ওর নিজের ও একটা সময় মনে হতো আবরাজ কে ছাড়াই হয়তো এই দোটানা জীবনের সমস্যা সমাধান হবে। তখনই সে সব কিছু খুঁটিয়ে দেখতে লাগলো। যা তার সামনে আবরাজ নামক পুরুষ টার খবরদারিতে প্রেজেন্ট করা হতো সে তার থেকে-ও বেশি নিজে খুঁটিয়ে দেখতো। আবরাজের খারাপ হওয়ার কারণ থেকে শুরু করে তৃণা কে মারার রিজন পর্যন্ত সে জেনেছে। তবেই না ভেঙে যাওয়া মন আবারও জুড়েছে এই পুরুষের প্রতি। কিন্তু মেহরিন? মেয়ে টা যে বড্ড বোকা। ও যে আব্রাহামের স্বার্থপরতা ছাপিয়ে ভালোবাসা টা দেখতে পায় নি৷ একটু খুঁটিয়ে দেখার চেষ্টা করে নি। এতে কি হলো? সবটাই ধূলিসাৎ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
আব্রাহাম ছেলে বেবি টাকে নিজের সর্বোচ্চ টা দিয়ে আদর করে যাচ্ছে। কেননা এই ছেলে বাচ্চা টার চেহারা ঠিক মেহরিনের মতো। নাদুস-নুদুস মুখখানা আব্রাহাম কে বারবার নিজের প্রিয়তমা অর্ধাঙ্গিনীর স্মরণ করিয়ে দেয়। সে উপলব্ধি করে তার মেহরিন তার সাথেই আছে। আদৌও আছে তো সে? কোথাও? কিন্তু কোথায়? বেঁচে আ

13 m ·Tradurre

এটি সম্পর্ককে করে উষ্ণ, প্রাণবন্ত ও আশাবাদী। হলুদ ভালোবাসা মনকে ভরিয়ে দেয় হাসি আর ইতিবাচকতায়, আনে নতুন সূচনা ও বিশ্বাসের বার্তা, যা চিরকাল হৃদয় আলোকিত করে রাখে।" (≈300 character)

image
14 m ·Tradurre

এটি সম্পর্ককে করে উষ্ণ, প্রাণবন্ত ও আশাবাদী। হলুদ ভালোবাসা মনকে ভরিয়ে দেয় হাসি আর ইতিবাচকতায়, আনে নতুন সূচনা ও বিশ্বাসের বার্তা, যা চিরকাল হৃদয় আলোকিত করে রাখে।" (≈300 character)

image
17 m ·Tradurre

এটি সম্পর্ককে করে উষ্ণ, প্রাণবন্ত ও আশাবাদী। হলুদ ভালোবাসা মনকে ভরিয়ে দেয় হাসি আর ইতিবাচকতায়, আনে নতুন সূচনা ও বিশ্বাসের বার্তা, যা চিরকাল হৃদয় আলোকিত করে রাখে।" (≈300 character)

image
17 m ·Tradurre

এটি সম্পর্ককে করে উষ্ণ, প্রাণবন্ত ও আশাবাদী। হলুদ ভালোবাসা মনকে ভরিয়ে দেয় হাসি আর ইতিবাচকতায়, আনে নতুন সূচনা ও বিশ্বাসের বার্তা, যা চিরকাল হৃদয় আলোকিত করে রাখে।" (≈300 character)

image
3 ore ·Tradurre

Yellow love হলো সূর্যের আলোয় ভরা এক উজ্জ্বল অনুভূতি, যা আনন্দ, সুখ আর বন্ধুত্বের প্রতীক। এটি সম্পর্ককে করে উষ্ণ, প্রাণবন্ত ও আশাবাদী। হলুদ ভালোবাসা মনকে ভরিয়ে দেয় হাসি আর ইতিবাচকতায়, আনে নতুন সূচনা ও বিশ্বাসের বার্তা, যা চিরকাল হৃদয় আলোকিত করে রাখে।" (≈300 character)







Yellow love হলো সূর্যের আলোয় ভরা এক উজ্জ্বল অনুভূতি, যা আনন্দ, সুখ আর বন্ধুত্বের প্রতীক। এটি সম্পর্ককে করে উষ্ণ, প্রাণবন্ত ও আশাবাদী। হলুদ ভালোবাসা মনকে ভরিয়ে দেয় হাসি আর ইতিবাচকতায়, আনে নতুন সূচনা ও বিশ্বাসের বার্তা, যা চিরকাল হৃদয় আলোকিত করে রাখে।" (≈300 character)

image