হে মানবতা,
ক্ষুধার্তকে দিয়াছো অন্ন,
করিয়েছো মরে ধন্য।
তোমার পশুত্বের পিঠে বসিয়ে
আমি বলিয়াছি,
এ মৃত্যু সম্মানের।
হোকনা পশুত্ব,
হোকনা হিংস্রতা,
হোকনা নিকৃষ্টতা।
পাইয়াছি অন্ন,
গাহিবো মহত্বের গান।
জয় হোক মেধাত্বের,
আমার সমগ্র দেহ কেঁপে জয়জয়কার।
পাষণ্ডের আকাশ ছাপিয়ে দিয়াছি রক্তিম আভায়,
কৃতজ্ঞতা এই মানবতার!
১৯ /০৯/ ২০২৪
Synes godt om
Kommentar
Del