11 w ·Traduire

আমি বলিঃ এটা আমাদের কোথায় নিয়ে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সময়ে? নাকি উমারের (রা) সময়ে যখন তিনি পারস্য আর বাইজানটাইন সাম্রাজ্যকে পরাজিত করেছিলেন? এটা কি আমাদের উমাইয়া খিলাফাতে নিয়ে যাবে, যখন তা দক্ষিন ফ্রান্স আর গেটস অফ চায়না পর্যন্ত পৌঁছে গিয়েছিল? নাকি সেই সময়ে যখন আমরা আন্দালুসিয়া আর আজকের সমগ্র স্পেন শাসন করেছিলাম? সে কি ভুলে গেছে কুতয এর সময়ের কথা, যিনি মুসলিম বিশ্বকে মঙ্গোলদের হাত থেকে রক্ষা করেছিলেন? অথবা হয়তো সে বুঝিয়েছে সালাহুদ্দিন আইয়ুবীর সময়ের কথা, যিনি বর্বর ক্রুসেডারদের থামিয়ে দিয়ে আর পরাজিত করে জেরুজালেমকে মুক্ত করেছিলেন? নাকি সে ওসমানীও সাম্রাজ্যের কথা বলছে যখন মুসলিমরা এশিয়া, আফ্রিকা ও ইউরোপের অংশবিশেষে ৬ শতাব্দী ধরে রাজত্ব করে?

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।