“আর স্মরণ করুন, যখন আপনার রব ফেরেশতাদের বললেনঃ ‘নিশ্চয়ই আমি যমিনে একজন খলিফা সৃষ্টি করছি’, তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন, যে তাতে ফাসাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে? আর আমরা তো আপনার প্রশংসায় তাসবীহ্ পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি। তিনি বললেন, ‘নিশ্চয়ই আমি জানি যা তোমরা জানো না।’ ”
[আল-বাকারাহঃ ৩০]
md ruhul khan
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?