11 w ·Translate

কোন_এক_রূপকথার_জগতে🌆
লামিয়া_রহমানের_মেঘলা
পর্ব_১০
হাতে একটা পুরাতন টাইম ক্লক নিয়ে দাঁড়িয়ে আছে আরহাম।
এই সময়টা পূর্ণ হলেই তার জীবনের সব থেকে বড় পাওয়া সে হাসিল করবে।
এই সময় গুলো ভীষণ ধিরে অতিবাহিত হয়।
যেন প্রতিটা কাটা আরহামের ধৈর্যের পরিক্ষা নিচ্ছে।
আরহাম একটা দীর্ঘশ্বাস ফেলেন,
"লুসিফার তোমাকে এই পরিক্ষায় পাস করতে হবে।"
আরহামের দৃষ্টি নিচে, বাগানের দিকে চলে যায়। সেখানে প্রেমা, আনান, আসফিয়া আর হৃদি খেলায় মেতে আছে।
হৃদির বেণির ফাঁক থেকে দু-একটা চুল খোলা হয়ে এসেছে, যেন নিজেই বেরিয়ে এসেছে বাতাসে উড়তে।
ফুলের বাগানে দাঁড়িয়ে সে যেন আরও একটি জীবন্ত ফুল, সবচেয়ে সুন্দরটি।
আরহামের চোখের সামনে এক টুকরো অতীত ভেসে ওঠে।

আরেলিনডা রাজ্যের বিস্তীর্ণ ফুলবাগান। নানান ফুলের সুবাসে ম-ম করছে চারপাশ, হাওয়ার দোলায় দুলছে প্রতিটি পাঁপড়ি।
সেই বাগানের মধ্যভাগে, রোদের ঝিলিকে চিকচিক করা সাদা পোশাক পরে এক কন্যা দৌড়াচ্ছে হাসতে হাসতে।
তার পেছনে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে দু’জন দাসী, তাকে পাহারা দিচ্ছে।
মেয়েটির হাসি যেন রোদের থেকেও উজ্জ্বল, তার হাসিতে রাজ্যের মানুষজন হাসে।

তার খোলা চুলে আছে এক অপার্থিব, মাতাল করা ঘ্রাণ, যে ঘ্রাণ পাওয়ার সৌভাগ্য সবার হয় না।
মেয়েটি হাসছে, খেলছে, দৌড়াচ্ছে, আর দূরে দাঁড়িয়ে এক তরুণ তার দিকে তাকিয়ে আছে,
মুগ্ধ হয়ে।

তরুণের পরনে কালো পোশাক,যেন এই পবিত্র বাগানের মাঝে এক টুকরো অশুদ্ধ ছায়া।
তার ঠোঁটে এক রহস্যময় বাঁকা হাসি।
সে ভাবে:

"যার হাসি এত সুন্দর, তার কান্না কেমন হতে পারে?
ওই ঝিলমিল করা চোখ দুটিতে আমি জল দেখতে চাই।
আমি দেখতে চাই, ওই হাসিমাখা মুখটি যখন কাঁদবে, তখন কেমন দেখাবে।
আমি জানতে চাই..."

...
হঠাৎ করেই আরহামের ভিশন থেমে যায়।

বাস্তবে ফিরে আসে সে,
বাগানে এখন মোনাও এসে যোগ দিয়েছে হৃদিদের খেলায়।
মোনা হঠাৎ নিচ থেকে চোখ তুলে আরহামের জানালার দিকে তাকায়।
দুজনের চোখে চোখ পড়ে।
আর মুহূর্তেই...
আরহামের চারপাশের আভা অদ্ভুতভাবে অন্ধকার হয়ে যায়।
আরহাম জানালাটা বন্ধ করে দেয়।
তারপর সে নিচে চলে আসে।
আসরাফ খান আরিস, মাধবি বেগম, হান্নান খান, সবাই লিভিং রুমে বসে ছিল।
আরহাম এসেই তার দাদার সামনে দাড়ায়,
"দাদা তোমাকে যা বলেছি তুমি তা করেছো?"
"হ্যাঁ আমি আজিজ কে বলে দিয়েছি।"
"মেনেছে ফুপা?"
"হ্যাঁ মেনে নিয়েছে। আমি বললে সে আমার কথা ফেলতে পারে?"
"জানি পারেনা। তাই তোমাকেই বলেছি।
আম্মু, আব্বু তাহলে আমি গেলাম ওনাদের নিয়েই না হয় ফিরব। "
আসরাফ খান ছেলের কথায় উত্তর দেয়
"একা যাবে?"

Financial Planning Services St Catharines | Prosimfinancial.ca

Use the expert planning services offered by Prosimfinancial.ca in St. Catharines to safeguard your finance future. Allow us to help you achieve financial success.

https://prosimfinancial.ca/

image

..............,................................................................................................................................................................................................................................... ............

image

..............,................................................................................................................................................................................................................................... ............

image

..............,................................................................................................................................................................................................................................... ............

image

..............,................................................................................................................................................................................................................................... ............

image