11 که در ·ترجمه کردن

আরিশ এদের ভাবসাব দেখে বুঝতে পারে, এরা ওকে না নিয়ে, এক পা জায়গাও নড়বে না, তাই অনেক ভেবে সিদ্ধান্ত নেয় আরিশ ওদের সাথে যাবে, আরিশ মেনে নিয়েছে দেখে ওনারা দুজন আরিশ কে জড়িয়ে ধরে কি করবে বুঝতে পারছিলেন না।

আরিশ ওদের বাড়ি, ‘দা গ্যান্টানার এস্টেট’ এসেছে আজ দু মাস শেষ হতে চলল। এই দু মাসে আরিশ এই তি’নজনকে নতুন ভাবে চিনেছে, একটা বাহিরের মানুষ কে কিভাবে আপন করতে হয় এদের কে দেখেছে। আপন ছেলে না হয়েও যে মানুষের থেকে এমন ভালোবাসা পাওয়া যায়, এদেরকে না দেখলে বোঝা যেত না। কে বলবে এদের এতো টাকা জায়গা বাড়ি গাড়ি, তারপরও কিভাবে ওকে আপন করে নিল? তবে আরিশ এখানে থাকছে ঠিকই কিন্তু আজ অব্দি উনাদের সাথে একজাস্ট করতে পারিনি। হয়তো ওর গম্ভীরতার কারণে, ও এই বাড়িতে থাকলেও ওর সব যাবতীয় খরচ ও নিজেই করতো। এতে ওনারা
আরিশ কে জোর করতে পারতেন না। আরিশ চলে যেতে পারে সেই জন্য। ওনারা আরিশের সাথে বাড়তি কথা বলতে পারতেন না,আরিশের স্বভাবের জন্য। কারণ ওর এক কথার উপর উনারা দু কথা বললেই ও চেঁচামেচি করে বাড়ি থেকে বেরিয়ে আসতে চাইত, আর ওনার অনেক কষ্টে ওকে মানিয়ে রাখত। তবুও ওনাদের আরিশ কে চাই।

দিন যাচ্ছে রাত কাটছে, হঠাৎ একদিন আরিশ মিনি বাইক এক্সিডেন্ট করে, যদিও আঘাত তেমন পাইনি, হাত একটু কেটে গিয়েছে পাশাপাশি পা ছিলে গেছে। আরিশের এক্সিডেন্টের কথা উনাদের কানে যেতে সবাই কেমন অস্থির হয়ে পাগল ভেসে ছুটে এসেছিলেন,আরিশ কে হারানোর ভয়ে। ততক্ষণে আরিশ নিজেই হসপিটালে গিয়ে হাত কাটা জায়গায় সেলাই ও পায়ে ব্যান্ডেজ করিয়ে নেয়। ডক্টর ওষুধ লিখে দিতে ততক্ষণে ওনারা হসপিটালে এসে অস্থির হয়ে আরিশকে দেখতে দেখতে ইন্দ্রিয় ত্যাইনিন' কান্না জড়িত কন্ঠে বললেন,
‘আমার সোনা বাবা, আমার হীরা তুমি ঠিক আছো?আল্লাহ তোমার দরবারে শুকরিয়া।

আরিশ কে বাড়ি নিয়ে এসে ইন্দ্রিয়া ত্যাইনিন' ওকে খাইয়ে দেওয়া যত্ন করা সব সময় মায়ের মতো পাশে থাকা, পাশাপাশি জিয়ানলুইজির গ্যান্টানার' ওর প্রতি ধীরতা দেখে সেদিন আরিশ সত্যি ই অবাক হয়েছিল, মানুষ কিভাবে এতটা নিঃস্বার্থভাবে ভালবাসতে পারে? কঠিন মনোভাবের আরিশ ও সেদিন উনাদের প্রতি দুর্বল হয়েছিল, ওনাদের প্রতি ভালোবাসা অনুভব করেছিল। সেদিন প্রথম বারের মত জিয়ানলুইজি গ্যান্টানার' কে বাবাই বলে ডাক দিয়েছিল। যেটা শুনে উনি চোখের পানি ছেড়ে দিয়ে আরিশকে জড়িয়ে ধরে বললেন,
‘কি বললে বাবা? আবার বল!
‘বাবাই, তুমি আমার বাবাই! — বলে ইন্দ্রিয়া ত্যাইনিন' এর দিক তাকিয়ে বললো,
‘তুমি আমার মামনি।

আরিশের মাত্র দুটো ডাকে উনাদের মুখের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছিল, ওনারা আকাশসমান খুশি হয়েছিল, উনাদের এত খুশি হতে দেখে আরিশ মনে মনে হেসে বললো —‘জন্ম না দিলেও যে মা-বাবা হওয়া যায়, এটা তোমারা প্রমাণ করে দিলে। ওর এসব ভাবার মধ্যে লুসিয়ান গাল বাঁকিয়ে মেয়েদের মত বললো,
‘হোয়েন দেয়ার বাবাই এন্ড মামনি, হু এম আই দাদাভাই?
~অর্থ:ওরা বাবাই মামনি হলে আমি কে দাদা ভাই?
‘তুই তো আমার ছোটু, আমার ছোট ভাই। আরিশ এটা বলতে লুসিয়ান ও নাদের মত আরিশকে জড়িয়ে ধরে বললো,
‘ইয়েস, উই আর ওয়ান হ্যাপি ফ্যামিলি।
~অর্থ: হ্যাঁ আমরা একটা হ্যাপি ফ্যামিলি।

সেই থেকেই উনাদের সাথে আরিশের পথ চলা শুরু হয়। আর সেই থেকেই কেটে গেল সাত সাতটা বছর।

“বর্তমান”
আরিশ তার মৌ কে সবটা খুলে বললো,কিভাবে তাদের সাথে ওর সম্পর্কটা একতা মজবুত এতটা ভালোবাসা হল। আর নয়তো কারো কোটি কোটি টাকার সম্পত্তি নিজের ছেলের সাথে অন্য কারো জন্য ভাগ করে সমান সমান? হ্যাঁ জিয়ানলুইজি গ্যান্টানার' লুসিয়ান আর আরিশের নামে

5 ساعت ·ترجمه کردن
✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻
6 ساعت ·ترجمه کردن

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

8 ساعت ·ترجمه کردن

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

8 ساعت ·ترجمه کردن

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

8 ساعت ·ترجمه کردن

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।