11 di ·Menerjemahkan

আছে এসএস কোম্পানির বর্তমান মালিক ইনায়া এবং। প্রতিবছর এসএস কোম্পানির প্রফিটের টাকা তার ব্যাংক একাউন্টে জমা হয়। ইনায়া বলে -

"- ভালো বাবা তুমি বিশ্বাস করো এই কোম্পানির নাম আমি কখনো শুনি নাই তাহলে এই মালিক কি করে হতে পারি আমি। আর আমার ব্যংক একাউন্টে এসএস কোম্পানির কোনো টাকা নাই আমি সত্যি কিছু জানি না এই বিষয়ে "।

পুলিশ ইনায়ার কোনো কথা শুনে না সে এগিয়ে সে ইনায়ার হাতে যখন হাতকড়া পড়িয়ে দিতে যাবে। তখন অরণ্য এসে ইনায়ার হাত সরিয়ে নেয় অরণ্য শান্ত গলায় পুলিশকে উদ্দেশ্য করে বলে -

"- আরো পুলিশ স্যার বাসর রাতে আমি নিজের বউকে হাত ধরতে পারি নাই। কিন্তু আপনি দেখি আমার আগে আমার বউকে টার্চ করার চেষ্টা করছেন।

অরণ্যর কথা শুনে ইনায়া ওর দিকে তাকিয়ে দেখে সত্যি এই লোকটা কি কখনো ভালো হবে না।ইনায়া অরণ্যর দিকে রাগী চোখে তাকিয়ে দেখে কিন্তু অরণ্য একটা ডোনট কেয়ার ভাব নিয়ে কথাটা বলে। পুলিশ অফিসার বলে -

"- দেখেন মিস্টার অরণ্য রাজ চৌধুরী বাসর রাতে আপনারা স্বামী স্ত্রী কি করেছেন সেই বিষয়ে জানার কোনো আগ্রহ আমার নাই৷ কিন্তু ইনায়া বিরুদ্ধে এরেস্ট ওয়ারেন্ট আছে ওনাকে আমাদের থানায় নিয়ে যেতেই হবে "।

"- পুলিশ অফিসার আপনি এমন করে কথা বলছেন যেনো ইনায়া আমার না আপনার বউ। দেখেন বিয়ে করেছি বউয়ের সাথে থাকার জন্য এখন যদি বউকে আপনি জেলে তুলে নিয়ে যান তাহলে আমার কি হবে। বউ ছাড়া এক রাত ও এই অরণ্য রাজ চৌধুরী কাটাতে পারবে না। এক দফা এক দাবি বউ চাই আমার "।

অরণ্যর কথা শুনে পুলিশ বেশ বিরক্ত হয় মানে কি বলছে এই লোক মাথা খারাপ না কি ওনার। তবে পুলিশের নিজের দায়িত্ব পালন করতে হবে তারা ইনায়ার হাতে হাতকড়ি পড়িয়ে দেয় এরপর তাকে নিজের সাথে নিয়ে যায়। অরণ্য ইনায়ার দিকে তাকিয়ে হাসতে থাকে তার মাথায় এখন কি চলছে সেটা কেউ যানে না।

ইনায়া এখন জেলখানায় বসে আছে শহরের প্রায় প্রতিটা টিভি চ্যানেলে তার এরেস্ট হওয়ার কথা যানানো হচ্ছে। ইনায়া কিছু বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে এই এসএস কোম্পানির মালিক আসলে কে সে সত্যি জানে না। আর ইনায়া জন্মের আগে এই কোম্পানি গড়ে উঠেছে কিন্তু কে এই কোম্পানি তার নামে করে গেছে।

অন্যদিকে অরণ্য তার উঁকিলের সাথে ইনায়ার বিষয়ে কথা বলছে। অরণ্য নিজের ফোন দিয়ে একজনকে ফোন করে অরণ্য বলে -

"- এসএস কোম্পানি নামে আমার সকল তথ্য চাই। আর ইনায়া কি সত্যি এই কোম্পানির এমডি সেই বিষয়ে আমি জানতে চাই.

ইনায়া সাথে দেখা করতে মিলন সাহেব আর অরুণা বেগম আসে অরুণা বেগম ইনায়ার কাছে এগিয়ে আসে। অরুণা বেগমকে দেখে ইনায়া কান্না করে দিয়ে বলে -

"- মামণি সবসময় আমার সাথে এমন কোনো হয় মামণি? আমি কি ক্ষতি করেছি কারো মামণি? জীবনে কি সত্যি কখনো সুখ হবে না আমার?

ইনায়ার কথা শুনে অরুণা বেগম ওর মাথায় হাত রাখে। অন্যদিকে হাসপাতালে প্রায় একশো মানুষ এডমিট হয়েছে সকলের অবস্থা খুব খারাপ। এসএস কোম্পানির খাবার খেয়ে অনেক মানুষ অসুস্থ হয়ে গেছে এর মধ্যে কিছু মানুষের মৃত্যু ও হয়েছে। দেশের প্রায় প্রতিটা খবরের কাগজে বর্তমানে এসএস কোম্পানির এমন নিউজের কথা বলা হচ্ছে।

ইনায়াকে কালকে আদালতে নিয়ে যাওয়া হবে হয়তো তার কোম্পানির বিরুদ্ধে যে মামলা হয়েছে

sekarang ·Menerjemahkan

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
1 m ·Menerjemahkan

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
2 m ·Menerjemahkan

Cup










কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
3 m ·Menerjemahkan

Jota








কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
4 m ·Menerjemahkan

ধরনের পোস্ট লিখলে সব কোম্পানি আপনাকে ব্লক করবে কিছুই তো লেখেন নি শুধু সিস্টেমকে ফাঁকি দিয়েছেন তবে মনে রাখবেন পেমেন্টের সময় তারা মানুষ দিয়ে চেক করায় কোন রোবট নয়

image