11 sa ·Isalin

কাশীশের মৃদু, কিন্তু আত্মবিশ্বাস ভরা কণ্ঠ কানে যেতেই এতক্ষণ চুপচাপ চেয়ারে বসে নিজের এক হাতে পেপারওয়েট নিয়ে খেলা করা পুরুষটির হাত মুহূর্তেই থেমে গেল। নিজের অন্ধকার আচ্ছন্ন তীক্ষ্ণ বাজ পাখির ন্যায় দুই চোখ তুলে সে তাকালো কাশিশের দিকে। আর মুহূর্তেই এতক্ষণ শান্ত থাকা কাশীশ এবার কিছুটা অস্থির আর ব্যাকুল হয়ে উঠলো না চাইতেও ! এই লোকটার এই চাহনি সে একদম নিতে পারে না! একদমই না! তার মতো মেয়েও যে কারো দৃষ্টিতে কেঁপে উঠতে পারে, এই লোকের সঙ্গে দেখা হবার পূর্বে সে নিজেও অবগত ছিল না! অথচ এই মানুষটার সাথেই সে বিগত দুই বছর ধরে কাজ করে আসছে!

"ভাই! কী করছো? কাশীশ আমাদের সাথে এতদিন ধরে রয়েছে... ওর মতো মেয়ে এমন কিছু করতেই পারে না। আই'ম ড্যাম সিউর!"

জায়ানের আত্মবিশ্বাসী কণ্ঠে এবারও অন্য সকল স্টাফদের মুখের অভিব্যক্তিও যেন উজ্জ্বল হয়ে উঠলো। যেন তারাও জায়ানের সঙ্গে সহমত। কাশিশ এমন কিছু করার মেয়েই নয়! কিন্তু এত কিছুর মাঝেও সেই পুরুষটির দুই চোখের শীতল চাহনি তো কেবল কাশিশের মুখের দিকেই আটকে আছে... যেন সে তার আরও কিছু বলার অপেক্ষায় রয়েছে!

"মিস. শেখ! আপনার কি আর কিছু বলার রয়েছে নিজের হয়ে?"

পুরুষটির ভারী কণ্ঠ, কিন্তু কাশীশ এই মুহূর্তে নিজের ভাবনায় মগ্ন। সে ভাবছে এর পরে এই জল্লাদ পুরুষটা তাকে কী করবে! কী আশ্চর্য! এই মেয়েটা এতো বড় একটা পরিস্থিতি সম্মুখে দাঁড়িয়ে। অথচ তা নিয়ে কারও মাথাব্যথা নেই যেন! সে ভাবছে তার আখরু-রুড, জল্লাদ বস তাকে কীভাবে গাধার খাটুনি খাটাবে সেই চিন্তায়! কাশিশের উদাসীন মুখশ্রী দেখে এবার একটা উষ্ণ নিশ্বাস ছাড়লো পুরুষটি। আর তার মাঝেই ভেসে এলো আরেকটা পুরুষালি কণ্ঠ___

"স্যার! ইনফরমেশন লিক কাশীশই করেছে আমি নিজ চোখে দেখেছি। তাছাড়া ওর মতো লো ক্লাসের মেয়েরা টাকার জন্য সবই করতে পারে! না হলে যে ইনফরমেশন কেবল ওর ল্যাপটপে ছিল সেটা ও ছাড়া অন্য কেউ কীভাবে লিক করবে?"

আশিকুল আতিক নিজের গলায় অতিরিক্ত আত্মবিশ্বাস মিশিয়ে বলে উঠলো। কিন্তু তার এমন কথায় মুহুর্তেই সবাই তার দিকে বিরক্তির চোখে তাকালো। সবাই খুব ভালোভাবেই অবগত এই ব্যক্তির সম্পর্কে। তার এমন কথায় কাশিশ কিছু বলতে যাবে, তার আগেই এতক্ষণ আয়েশি ভঙ্গিতে বসে থাকা সেই সুদর্শন পুরুষটি এবার উঠে দাঁড়িয়ে, কদম ফেলে এগিয়ে এলো কাশীশের দিকে! তার এমন আচরণে আশিকুল আতিকের মুখে দেখা মিললো এক বিষাক্ত নোংরা হাসি...

"আমার তেজ দেখিয়েছিস না! দুই টাকার মেয়ে একটা, এবার দেখ তোর কী অবস্থা হয়!"

"ঠ্যসসসস!"

"জানো*য়ারের বাচ্চা! আমার রাজ্যে দাঁড়িয়ে, আমার চোখে চোখ রেখে মিথ্যে বলার সাহস হয় কেমন করে? কী ভেবেছিস ক্যাভেন ক্রল দু’দিন অনুপস্থিত থাকলেই সে রাজ্যের খবর রাখে না? এই ইন্ডাস্ট্রির বাতাসের দিক পরিবর্তন যখন আমার নখের আগায় ধরা, তখন তুই আমার নাকের ডগা থেকে ইনফরমেশন লিক করবি আর আমি টের পাব না? তোর আত্মা কাঁপল না একবারও?"

আশিকুর আতিকের শার্টের কলার্ট ধরে তীব্র রাগে ধাড়ালো কন্ঠে কথাগুলো বলে উঠলো ক্যাভেন। রাগে তার মাথা ফেটে যাচ্ছে যেন। দু'চোখে জমে রয়েছে রক্তিম আভা। উপস্থিত প্রতিটি ব্যাক্তি ভয়ে গুটিয়ে গিয়েছে মুহুর্তেই! আর আশিকুর আতিক! তার তো প্রাণটাই বের হয়ে যাবে, তীব্র আতঙ্কে তার সম্পূর্ণ শরীর কাঁপছে। তাও নিজেকে রক্ষার্থে শেষ চেষ্টা করতে মুখ খুললো....

"স স স্যার, আ.. আমি!"

আশিকুর আতিকের কণ্ঠে কানে আসতেই এবার যেন পুরুষটি আরো বেশি হিংস্র হয়ে উঠলো...মুহুর্তেই শক্ত হাতে তীব্র বেগে তার গলা চেপে ধরে তাকে মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে উঠিয়ে ফেললো সে! রাগে- ঘৃণান দাঁত খিঁচিয়ে হিংস্র কণ্ঠে চিৎকাড় করে উঠলো___

"ইউ ব্লাডি! কী মনে হয় ক্যাভেব ক্রল ঘাসে মুখ দিয়ে চলে? আমার সাম্রাজ্যে দাঁড়িয়ে আমাকে বোকা বানাতে চাওয়ার দুঃসাহস দেখানোর আগে তোর মনে রাখা উচিত ছিলো যে, ক্যাভেন ক্রল নামটা কোন বাপের দেওয়া নয়! তার নিজের তৈরী করা! তোর মতো সামান্য এক রাস্তার কুকুর আমার সাথে চালাকি করবি!"

নিজের বাক্যগুলো সম্পূর্ণ করে এক ঝটকায় সে আশিকুর আতিকে ফ্লোরে ছুঁড়ে ফেললো। যেন রাস্তার কোন ময়লা-আর্বজনা! উপস্থিতি সকলে নিঃশব্দে এই মুহুর্তের সাক্ষি হলো।

"মিস.শেখ!".
ক্যাভেনের ক্ষুব্ধ আওয়াজ!

"জ্বী স্যার!"....কাশীশের কিছুটা চমকে উঠা কণ্ঠ! সে সব কিছুর থেকে যেন এক অন্য রাজ্যে বিরাজমান ছিল এতক্ষণ! কাশিশের এমন চমকে উঠা কন্ঠে এবার ক্যাভেন তীব্র বিরক্তিময় চাহনিতে তার দিকে এক পলক তাকিয়ে, নিজের কেবিনের দিকে পা বাড়াতে বাড়াতে তার উদ্দেশ্য বলে উঠলো ___

"চলার পথে রাস্তার কুকুর একবার ঘেউ করলে সেটা এড়িয়ে যাওয়া উত্তম! কিন্তু বার বার একই কাজ করার
পরেও কুকুর কে তার সঠিক স্থান বুঝিয়ে না দেওয়া টা নিশ্চয়ই আমি আপনার দূর্বলতা ভ

একটা সময় ছিল, যখন যেকোনো সম্পর্কের সাথে নিজেকে আকড়ে রাখতে চাইতাম। নিজের সবটুকু দিয়ে সম্পর্কটা টিকিয়ে রাখতাম। যত্নবান ছিলাম খুব। কিন্তু দিন শেষে সেই আকড়ে ধরা সম্পর্কগুলো থেকেই সবচেয়ে বেশি দুঃ'খ পেয়েছি!

আমার জীবনেও প্রেম এসেছিল। যাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ছিলাম। নিজের সবটুকু দিয়ে তাকে আকড়ে রেখেছিলাম, খুব সোহাগে আদরে। নিজের অস্তিত্ব ভুলে তাকেই নিজের অস্তিত্ব বানিয়ে ছিলাম। যার জন্য দিনশেষে নিজেকে আর খুঁজে পাই নি। এতে করে তার চলে যাওয়াতে আমিই কষ্ট পেয়েছিলাম।

যার হাত ধরে সব কিছু ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলাম, সেই মানুষটাও বুঝে নি আমায়। সব কিছুর জন্য আমাকেই দোষারোপ করল। নিজেকে মানিয়ে নিতে না পারায় টিকলো না সেও শেষ পর্যন্ত!

এক সময় আমার অনেক বন্ধু ছিল। নিজের ভালোর কথা চিন্তা না করে, ওদের ভালো রাখতে ব্যস্ত ছিলাম। ওদের একটা ডাকে নিজের সবটুকু ঢেলে দিতাম। অথচ আমার বিবর্ণ সময়ে ওদের পাশে পাই নি। খেয়াল করলাম, আমিই ওদের প্রয়োজনের পাত্রই ছিলাম কেবল। প্রিয়জন আর হতে পারি নি।

একটা সময় ছিল, যখন আত্মীয় স্বজনের কাছে খুব প্রিয় ছিলাম। সবাই বলত আমার মতো ভালো আর কেউ হয়ই না নাকি। রূপে গুনে যেন মা লক্ষ্মী! কিন্তু যখন দুঃসংবাদগুলো আমায় আষ্টেপৃষ্ঠে ধরে ছিল তখন তারাই সবার প্রথমে চোখ বাকিয়ে ছিল!

বাবা মায়ের আদরের ছিলাম খুব। সব সময় মাথায় করে রাখত। অথচ যখন দেখতে পেল আমাকে দিয়ে কিচ্ছু হচ্ছে না আর তখন সেই আমিই যেন তাদের চোখের কাঁটা হয়ে দাঁড়িয়ে। এখনও মাথায় রাখে, তবে সেটা বোঝা ভেবে!

বিশ্বাসের নামে বিশ্বস্ত মানুষগুলো আমায় চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে ছিল, সবকিছু আমারই ভুল! তাই এখন আর কোনো সম্পর্কের উপর বিশ্বাসটা ঠিক রাখতে পারি না। কাঁচের মতো ভেঙে যাওয়া এই আমি এখন শুধু নিজের উপর বিশ্বাস করতে পারি। কেউ ভালো করতে চাইলে এখন আর বিশ্বাস হয় না বরং তার দিকে মুচকি হেসে “আমি ভালো আছি” বলে পাশ কাঁটিয়ে যাই।
এখন এভাবেই চলছে জীবন আমার, চলুক না!

💞💞"ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা দেখা যায় না ছোঁয়া যায় না
—কেবল হৃ'দয় দিয়ে অনুভব করা যায়-
💗🥀"

💖💖"তুমি আমার জী'বনের সেই মানুষ যার সাথে কাটানো প্রতিটা মু'হূর্ত স্ব'প্নের মতো সু'ন্দর-💗🥀"

❤️‍🩹❤️‍🩹"ভালোবাসা মানে একস'ঙ্গে থাকার প্রতি'শ্রুতি সুখে-দুঃখে হাত না ছাড়ার অ'ঙ্গীকার-💗🥀"

💑 💑"তোমার একটি হাসি আমার দিনের সব ক্লা'ন্তি দূর করে দেয়-💗🥀"

🌙🌙"তুমি আমার আকাশের চাঁ'দ আমার জী'বনের আলো আমার হৃ'দয়ের স্প'ন্দন-💗🥀"

💝💝"ভালোবাসা কখনো দূ'রত্ব বোঝে না, শুধু বোঝে হৃ'দয়ের টান-💗🥀"

🥰🥰"তোমার ভালোবাসার ছোঁয়ায় আমার পৃ'থিবী বদলে যায় যেন এক নতুন সকাল জ'ন্ম নেয়-💗🥀"

❤️❤️"ভালোবাসা হলো দুটি আ'ত্মার একত্রে পথচলা যেখানে একে অপরের সুখই সবচেয়ে বড় আনন্দ-💗🥀"

🖤🖤"বেঁ'চে থাকুক পৃ'থিবীর সকল ভালোবাসা!

40 m ·Isalin

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন।
এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image

যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.