ভালো মানুষ হওয়ার জন্য কিছু মৌলিক গুণ থাকা খুব জরুরি। নিচে ভালো মানুষ হওয়ার ১০টি গুণ তুলে ধরা হলো:

1. সততা (Honesty):
সত্য বলা ও ন্যায়ের পথে থাকা ভালো মানুষের প্রথম পরিচয়।


2. সহানুভূতি (Empathy):
অন্যের কষ্ট অনুভব করতে পারা ও তাদের পাশে দাঁড়ানো একটি মহান গুণ।


3. নম্রতা (Humility):
অহংকার না করে বিনয়ী থাকা একজন ভালো মানুষের পরিচায়ক।


4. ধৈর্য (Patience):
বিপদে ধৈর্য ধারণ করতে জানা একজন ভালো মানুষের চিহ্ন।


5. ক্ষমাশীলতা (Forgiveness):
অন্যের ভুলকে ক্ষমা করে দেওয়ার মানসিকতা থাকা দরকার।


6. সাহায্যকারী মনোভাব (Helping Nature):
বিপদে, অসহায়দের পাশে দাঁড়ানো ভালো মানুষের গুরুত্বপূর্ণ গুণ।


7. দায়িত্ববোধ (Responsibility):
নিজের কাজ ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকা একজন ভালো মানুষের গুণ।


8. আত্মসমালোচনার ক্ষমতা (Self-reflection):
নিজের ভুল বুঝে সংশোধন করার মানসিকতা থাকা।


9. আত্মসংযম (Self-control):
রাগ, লোভ, হিংসা প্রভৃতি আবেগ নিয়ন্ত্রণে রাখা।


10. সদাচরণ ও ভালো ব্যবহার (Good behavior):
সবার সাথে শালীন, সুন্দর এবং সদয় আচরণ করা।



আপনি চাইলে এই গুণগুলো নিয়ে ছোট গল্প, নোটস, কিংবা সোশ্যাল মিডিয়া কনটেন্টও তৈরি করতে পারেন। সাহায্যের দরকার হলে জানাবেন।

1 h ·Prevedi

Najsjsjsvskssmsg





কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
1 h ·Prevedi

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
1 h ·Prevedi

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
1 h ·Prevedi

Finalisina












কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image

বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস করলে তাড়া,
বলি থাম একটু দাড়া।

পুকুরের ঐ কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গো যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি,

ও বাবা মড়াত করে
পড়েছি সরাত জোরে।
পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই।
ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিলে খুব কিল ও ঘুষি
একদম জোরসে ঠুসি।

আমিও বাগিয়ে থাপড়
দে হাওয়া চাপিয়ে কাপড়
লাফিয়ে ডিঙনু দেয়াল,
দেখি এক ভিটরে শেয়াল!
ও বাবা শেয়াল কোথা
ভেলোটা দাড়িয়ে হোথা
দেখে যেই আঁতকে ওঠা
কুকুরও জাড়লে ছোটা!
আমি কই কম্ম কাবার
কুকুরেই করবে সাবাড়!

‘বাবা গো মা গো’ বলে
পাঁচিলের ফোঁকল গলে
ঢুকি গিয়ে বোসদের ঘরে,
যেন প্রাণ আসলো ধড়ে!

যাব ফের? কান মলি ভাই,
চুরিতে আর যদি যাই!
তবে মোর নামই মিছা!
কুকুরের চামড়া খিঁচা
সেকি ভাই যায় রে ভুলা-
মালীর ঐ পিটুনিগুলা!
কি বলিস ফের হপ্তা!
তৌবা-নাক খপ্তা…!

======

image