11 i ·Översätt

তোমাকে দেখে অনেকে বলবে—“তুমি তো কিছুই করতে পারলে না”, “তোমার থেকে কিছু হবে না”... এমন কথা শুনতে শুনতে হয়তো মনে হবে, সত্যিই তুমি কোনো কাজের না। কিন্তু একটু থেমে ভাবো—তারা কি জানে, তুমি কতটা লড়াই করছো প্রতিদিন? তারা কি দেখে, রাত জেগে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়া মানুষটা সকালেও উঠে হাসার চেষ্টা করছে?

এই লড়াইটা শুধুই তোমার। কেউ বুঝবে না, কেউ অনুভবও করতে পারবে না। কিন্তু তুমি নিজেই জানো—তুমি হাল ছাড়োনি, সেটাই সবচেয়ে বড় শক্তি।

জীবনে দেরি হলেও চলে, কিন্তু থেমে গেলে সব শেষ। দেরি মানে ব্যর্থতা না, দেরি মানে সময় নিচ্ছো ঠিকমতো নিজেকে তৈরি করার জন্য। অনেক গাছই খুব ধীরে বাড়ে, কিন্তু একবার বেড়ে উঠলে সেটাই সবচেয়ে শক্তিশালী হয়ে দাঁড়ায়। ঠিক তেমনি, তুমি হয়তো এখনো তোমার ফল দেখছো না, কিন্তু ভিতরে ভিতরে তোমার ভিতরটা শক্ত হয়ে উঠছে।

তুমি যেদিকে যাচ্ছো, সেটা যদি তোমার স্বপ্নের পথ হয়—তাহলে একটু কষ্ট হলেও চলতে থাকবে। এই পৃথিবীতে কোনো সার্থক জীবন বিনা কষ্টে তৈরি হয়নি। কেউ না কেউ কষ্ট করেছে, লড়েছে, বারবার হেরেছে, কিন্তু শেষ পর্যন্ত জিতেছে। তুমি পারবে না কেন?

সফলতা হুট করে আসে না। তা আসে ধৈর্য, চেষ্টা আর আত্মবিশ্বাসের উপর দাঁড়িয়ে। তাই আজ যদি একটু ক্লান্ত লাগেও, মনে রেখো—তুমি থেমে গেলে সব শেষ, কিন্তু এক পা আগালেও তুমি এগিয়ে।

নিজেকে সময় দাও। নিজের প্রতি সদয় হও। তুমি এমন একটা পথের যাত্রী, যেখানে হাজারটা প্রশ্ন থাকবে, হাজারটা কষ্ট থাকবে—but guess what? শেষ গন্তব্যে পৌঁছানোর পর এই সব কষ্টই তোমার গল্প হয়ে যাবে।

তোমার এই যাত্রা, তোমার কষ্ট, তোমার লড়াই—সব কিছুর মূল্য একদিন তুমি নিজেই বুঝতে পারবে। তাই এখনই হাল ছেড়ো না। তুমি ঠিক আছো, শুধু এখনো গন্তব্যে পৌঁছাওনি।

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

6 timmar ·Översätt

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

6 timmar ·Översätt

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

6 timmar ·Översätt

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।