ড়িতে থাকতে না।
— কোথায় যাবি তুই...?
' মামি আমার বিয়ে ঠিক করেছে সামনে মাসে বিয়ে
— কিিিিিিি....?
' হুম
— কিন্তু কার সাথে তোর বিয়ে ঠিক করেছে? ছেলেকে দেখেছিস তুই?
' না.. তবে শুনলাম লোকটা নাকি এর আগে আরো একটা বিয়ে করেছিল সেই বউ মারা গেছে অনেক দিন হলো, এখন নাকি তাকে দেখাশোনা করার জন্য একটা বউ লাগবে তাই মামি আমাকে তার কাছে টাকার বিনিময়ে বিয়ে দেবে।
— এতো খারাপ তোর মামি..?
' এইটুকুতে অবাক হচ্ছিস? জানিস লোকটার বয়স ৬০ বছর, ঘরে নাকি আমার বয়সের একটা মেয়েও আছে। মামি বলেছে তাতে কোনো ব্যাপার না, অনেক টাকা রয়েছে তার, আমাকে অনেক সুখে রাখবে।
কথা গুলো বলার সময় রিমির চোখ থেকে অঝোর পানি ঝরেছে ।
— রিমি তুই মানা করিস নি..? এই লোকের সাথে কিভাবে সারাজীবন কাটাবি।
' কিভাবে সারাজীবন কাটাবো সেটা বড় কথা নয়, অবশেষে কেউ তো একজন এই কালো কুৎসিত মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে এটাই অনেক।
— নিজেকে এতো ছোট করিস কেন দোস্ত,, তুই কালো না তুই শ্যাম বর্নের মেয়ে, তোর এই মুখে অনেক মায়া যেটা সবার মুখে থাকে না। বিশ্বাস কর আমি ছেলে হলে তোকে নিয়ে দূর দেশে পালিয়ে যেতান, তোকে আমার করে রাখতাম সারাজীবন।
রিমি হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে নেয়, দীর্ঘ শ্বাস ছেড়ে বলে....
' ম্যাডাম আপনি যদি আমাকে নিয়ে পালিয়ে যেতেন তাহলে রুদ্র ভাইয়ের কি হতো...? সে তো বউকে না পেয়ে দেবদাস হয়ে যেতো।
আচ্ছা এসব বাদ দে, সামনে কি হবে দেখা যাবে। এখন চল ক্লাসে যাই নয়তো স্যার এসে পড়বে।
— হুম চল...!
দুজনেই গুটি গুটি পায়ে ক্লাস রুমের দিকে হাঁটা দেয়। ক্লাসে রুমে প্রবেশ করতেই অবাক হয় দুজন, এদিক ওদিক ভালো করে তাঁকায় চারদিকে সেম অবস্থা। ইয়ানা ভুরু কুঁচকে বলে,,
— দোস্ত আমার ভুলে পার্লারে চলে আসিনি তো..?
' হোপ এটা পার্লার না আমাদের ক্লাস রুম।
— আমার তো কোনো দিক দিয়েই ক্লাস রুম মনে হচ্ছে না, সবাই দেখি সাজুগুজু করতে ব্যাস্ত, কোনো অনুষ্ঠান আছে নাকি...?
— আমার ও সেম কুয়েশ্চন কিন্তু সবাই সাজুগুজু করছে কেন? এই মৃদুল ক্লাস রুমের এই অবস্থা কেন রে?
-- আর বলিস না, যখন থেকে এরা শুনুছে ম্যাথ ক্লাস নেওয়ার জন্য নিউ প্রেফেসর আসবে সেই দিন থেকে এদের অবস্থা এমন।
— নিউ প্রফেসর মানে?
Tanzim Bin Helal
Slet kommentar
Er du sikker på, at du vil slette denne kommentar?