11 ш ·перевести ·Bangladesh

🌅 ঈদের দিনের করণীয় (ঈদুল আযহা):
1. গোসল করা :
ঈদের নামাজে যাওয়ার আগে গোসল করে পরিচ্ছন্ন হওয়া সুন্নাত।

2. সুন্নতভাবে পোশাক পরা:
পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর জামা পরিধান করা। নতুন বা ভালো জামা পড়া উত্তম।

3. সুগন্ধি ব্যবহার করা:
শরীরে হালকা সুগন্ধি লাগানো সুন্নাত।

4. নখ ও অপ্রয়োজনীয় লোম কাটার নিয়ম:
কোরবানি দেয়ার ইচ্ছা থাকলে জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে কোরবানি না দেওয়া পর্যন্ত নখ ও লোম না কাটাই উত্তম (মুসলিম শরীফ অনুযায়ী)।

5. ঈদের নামাজের আগে কিছু না খাওয়া:
কোরবানির ঈদের দিনে নামাজের আগে কিছু না খাওয়াই সুন্নাত। বরং ঈদের নামাজ পড়ে কোরবানি করার পর মাংস খাওয়া উত্তম।

6. ঈদের নামাজ আদায় করা:
ঈদুল আযহার নামাজ সকাল বেলায় জামায়াতে আদায় করা সুন্নাত মুআক্কাদা। এটি পুরুষদের জন্য খুব গুরুত্বপূর্ণ।

7. ভিন্ন রাস্তা দিয়ে যাওয়া-আসা করা:
ঈদের নামাজে এক রাস্তায় যাওয়া ও অন্য রাস্তায় ফিরে আসা সুন্নাত।

8. তাকবির বলা (তাকবিরে তাশরীক):
৯ জিলহজ ফজরের নামাজ থেকে ১৩ জিলহজ আসরের নামাজ পর্যন্ত প্রতিটি ফরজ নামাজের পর জোরে (পুরুষেরা) এবং নিচু স্বরে (নারীরা) বলা:

اللّٰهُ أَكْبَرُ، اللّٰهُ أَكْبَرُ، لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ، وَاللّٰهُ أَكْبَرُ، اللّٰهُ أَكْبَرُ، وَلِلّٰهِ الْحَمْدُ

9. কোরবানি করা:
সামর্থ্যবান মুসলমানদের জন্য পশু কোরবানি করা ওয়াজিব (হানাফি মতে)। নামাজের পর থেকেই কোরবানির সময় শুরু হয়।

10. গরীব ও আত্মীয়দের মধ্যে মাংস বণ্টন করা:
কোরবানির মাংস তিন ভাগে ভাগ করে—

একভাগ গরীবদের,

একভাগ আত্মীয়স্বজনদের,

এবং একভাগ নিজের জন্য রাখা উত্তম।

11. খুশি ও আনন্দ প্রকাশ করা:
বিনয় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ঈদের আনন্দ উপভোগ করা।
#face #aface #aface1 #edu-al-addha #eidmubarak #face
#national
#bangladesh
#international
#aface1

image
2 часы ·перевести
✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻
3 часы ·перевести

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

6 часы ·перевести

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

6 часы ·перевести

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

6 часы ·перевести

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।