আজকে খেলা কোন সমালোচনার জন্য নয়, আজকের খেলা ছিলো স্রেফ ইতালিয়ান এক ভদ্রলোককে দেখার জন্য, যিনি গ্রেটেস্ট ফুটবল ক্লাব অধ্যায় শেষ করে হাল ধরতে এসেছেন গ্রেটেস্ট ফুটবল ন্যাশনের- চরম দু:সময়ে!
ইকুয়েডর পয়েন্ট টেবিলে ২য়, খেলা নিজেদের ঘরের মাঠে।দারুণ ফর্মে আছে তারা। ডরিবাল থাকলে এই ম্যাচটাই নিশ্চিত ২/৩ গোলে হারতাম। পুরো ম্যাচ এলোমেলো ছিলো, কিন্তু গ্যাব্রিয়েল না থাকা সত্ত্বেও সলিড ডিফেন্স আজকের ম্যাচের পজিটিভ দিক। পজিটিভ দিক এই ম্যাচ না হারা।
টিম কম্বিনেশন তৈরি হইতে আরো কয়েক ম্যাচ খেলা লাগবে। আনচেলত্তিকে সময় দিতে হবে। ধর্য্য ধরতে হবে, ফুটবল ধর্য্যশীলদের খেলা।