এসএসসি পরীক্ষায় যারা অক্লান্ত পরিশ্রম করেও একটু ভুলে বা দুর্ভাগ্যে পিছিয়ে পড়েছে, আজ তারা রাস্তায় দাঁড়িয়ে শুধু একটা সুযোগ চাইছে — "Supplementary Exam"।
ছাত্রীদের চোখে ক্ষোভ না, আছে একরাশ আশা। ছাত্রদের কণ্ঠে রাগ না, আছে দায়িত্ববোধ।
প্ল্যাকার্ডে লেখা —
🖋️ "WE WANT SUPPLEMENTARY EXAM"
🖋️ "CQ + MCQ মিলে পাশ চাই"
তারা চায় না অবিচার, তারা চায় না করুণা — শুধু চায় ন্যায্য একটা সুযোগ।
একবার ভেবে দেখুন, এই সুযোগটাই হয়তো কাউকে নতুন করে জীবন শুরু করার সাহস দিতে পারে।
সবার দাবি একটাই — ন্যায়ের পথে এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হোক।
#supplementaryexam #এসএসসি২০২৫ #শিক্ষার্থীর_প্রতিবাদ #আমাদের_দাবি_ন্যায্য