In the 21st century, technology has transformed nearly every aspect of our lives. In the 21st century, technology has transformed nearly every aspect of our lives. In the 21st century, technology has transformed nearly every aspect of our lives. In the 21st century, technology has transformed nearly every aspect of our lives. In the 21st century, technology has transformed nearly every aspect of our lives. In the 21st century, technology has transformed nearly every aspect of our lives. In the 21st century, technology has transformed nearly every aspect of our lives. In the 21st century, technology has transformed nearly every aspect of our lives. In the 21st century, technology has transformed nearly every aspect of our lives. In the 21st century, technology has transformed nearly every aspect of our lives. In the 21st century, technology has transformed nearly every aspect of our lives. In the 21st century, technology has transformed nearly every aspect of our lives. In the 21st century, technology has transformed nearly every aspect of our lives. In the 21st century, technology has transformed nearly every aspect of our lives.
Abdur Rohim
রাত তখন গভীর। আকাশে পূর্ণিমার চাঁদ, কিন্তু নীলার মনে অন্ধকার। বিছানার পাশে রাখা পুরনো কাঠের সিন্দুকটা খুলে একখানা চিঠি বের করল সে। তিতাসের শেষ চিঠি।
তিতাস ছিল নীলার জীবন। স্কুলে প্রথম দেখা, কলেজে প্রেম, তারপর সংসার। ছিমছাম একটা জীবন ছিল ওদের। কিন্তু জীবন কি সবসময় ছিমছাম থাকে?
তিতাস ধীরে ধীরে বদলে যেতে লাগল। কাজের চাপ, মানসিক চাপ, আর নিজের ভেতরের লড়াই—সব মিলিয়ে সে যেন হারিয়ে যাচ্ছিল। নীলা বুঝত, চেষ্টা করত, কিন্তু কখনোই তিতাস পুরোটা খুলে বলত না।
একদিন হঠাৎ করেই সব শেষ। তিতাস আর ফিরল না। একটা ছোট্ট চিঠি রেখে গেল, “ক্ষমা কোরো নীলা। অনেক চেষ্টা করেছি, পারিনি। আমি ক্লান্ত। ভালো থেকো।”
নীলার চোখের জল শুকিয়ে গেছে অনেক আগেই, কিন্তু বুকে যে রক্তক্ষরণ, সেটা থামে না। সবাই বলে, সময় সব সারিয়ে দেয়। কিন্তু নীলার ক্ষতটা আজও কাঁচা। সে প্রতিদিন সন্ধ্যায় বারান্দায় বসে, যেন তিতাস ফিরে আসবে।
তাদের ছয় বছরের ছেলে অনির্বাণ এখন স্কুলে যায়। বাবার কথা সে খুব একটা মনে রাখতে পারে না, কিন্তু মা যখন চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে থাকে, সে বুঝে যায়—আজ বাবা খুব মনে পড়ছে।
নীলা আজও সেই চিঠিটা বুকের কাছে ধরে ঘুমায়। যতবার পড়ে, মনে হয় তিতাস যেন পাশে বসে আছ
コメントを削除
このコメントを削除してもよろしいですか?