‘যাতে আমি সৎকাজ করতে পারি যা আমি আগে করিনি [ ১ ]।’ না, এটা হবার নয়। এটা তো তার একটি বাক্য মাত্র যা সে বলবেই [ ২ ]। তাদের সামনে বার্যাখ [ ৩ ] থাকবে উত্থান দিন পর্যন্ত। [ ১ ] অর্থাৎ মৃত্যুর সময় যখন কাফের ব্যক্তি আখেরাতের আযাব অবলোকন করতে থাকে, তখন এরূপ বাসনা প্রকাশ করে, আফসোস, আমি যদি পুনরায় দুনিয়াতে ফিরে যেতাম এবং সৎকর্ম করে এই আযাব থেকে রেহাই পেতাম। [ ইবন কাসীর ] অন্য আয়াতেও এসেছে, “ আর আমরা তোমাদেরকে যে রিযক দিয়েছি তোমরা তা থেকে ব্যয় করবে তোমাদের কারও মৃত্যু আসার আগে