সে না সরাসরি দুনিয়ায় আছে যে, পানাহার করবে এবং না সরাসরি আখিরাতে আছে যে, আমলের পূর্ণ প্রতিদান প্রাপ্ত হবে। বরং রয়েছে এ দু’য়ের মাঝামাঝি জায়গায়। সুতরাং এই আয়াতে অত্যাচারী ও সীমালংঘন কারীদেরকে ভয় প্রদর্শন করা হচ্ছে যে, আলমে বারযাখেও তাদেরকে কঠিন শাস্তির মধ্যে রাখা হবে। যেমন অন্য জায়গায় রয়েছে ( আরবী ) অর্থাৎ “ তাদের সামনে জাহান্নাম রয়েছে ।” ( ৪৫:১০ ) আর এক জায়গায় আছেঃ ( আরবী ) অর্থাৎ “ তার সামনে রয়েছে খুবই কঠিন শাস্তি ।” ( ১৪:১৭ ) কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত তাদের উপর বারযাখের এই শাস্তি চালু থাকবে। যেমন হাদীসে এসেছেঃ “ ওর মধ্যে সদা সর্বদা সে শাস্তিপ্রাপ্ত হবে ।” অর্থাৎ যমীনের মধ্যে ( তাকে সব সময় শাস্তি দেয়া হবে )।
Sheikh Pavel Ahmmed
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?