48 که در ·ترجمه کردن

আমার সাহেবের অনেক অভ্যাসই আমার অপছন্দের। বিশেষ করে তার কোন টাইম সেন্স নেই, যেটা আমার আবার খুব বেশি। সাধারণত ছেলেরা রেডি হয়ে মেয়েদের জন্য অপেক্ষা করে। আর আমি প্রতিবার রেডি হয়ে বিরস বদনে উনার জন্য অপেক্ষা করি৷ উনি প্রতিটা কাজ বিশেষ করে বাজারের ক্ষেত্রে আমারে পাওনাদারদের মতন ঘুরায়। আজ না কাল, কাল না পরশু নানান অজুহাত।

আবার আমার নানাবিধ কর্মকান্ড উনার ভীষন অপছন্দের৷ যেমন আমার বিড়ালের প্রতি অগাধ ভালোবাসা, উনারে ভালো যদি কোন বুদ্ধি দিছি সেইটা। সবচেয়ে বড় বিষয় যেটা অপছন্দের সেটা হলো, উনি আকাম করবে আর তখন আমি যদি কিছু বলছি সেইটা।

এসব কথা বললাম, কারণ এত অমিল অপছন্দ থাকার পরও আমরা দুইজন আলহামদুলিল্লাহ অনেক সুখী। ভালোবাসলে তার সাথে স্যাক্রিফাইসটাও অটো চলে আসা উচিত। আর স্বামী স্ত্রীর মধ্যে ইগো কখনও আনা উচিত না ইগো৷ নামক জিনিসটা যখনই আসবে, তখন কিছু হোক না হোক সংসারে অশান্তি হয় মাস্ট। এই একটা জায়গা থাকুক না ইগো আর তুলনার বাইরে। যার সাথে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে হবে, তার ক্ষেত্রে আর যাই হোক ইগো আনা উচিত না।

9 ساعت ·ترجمه کردن

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

11 ساعت ·ترجمه کردن

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

11 ساعت ·ترجمه کردن

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

11 ساعت ·ترجمه کردن

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

11 ساعت ·ترجمه کردن

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।