আস সালামু আলাইকুম। – আসলে বুখারী শরীফের বাংলা অনুবাদ হিসেবে ইসলামী ফাউন্ডেশন ও আধুনিক প্রকাশনী এবং তাওহীদ পাবলিকেশন্স-এর অনুবাদগুলোই প্রসিদ্ধ । কিন্তু এর মধ্যে ইসলামী ফাউন্ডেশন ও আধুনিক প্রকাশনী অনুবাদ করতে গিয়ে (বিভিন্ন কারণে) হুবহু আরবি বুখারীর নম্বরগুলো বজায় রাখেন নি। তবে তাওহীদ পাবলিকেশন্স-এর অনুবাদটি এক্ষেত্রে অনন্য। তারা আসল নম্বরটি ঠিক রেখেছেন। শুধু তাই নয়, পাশে ইসলামী ফাউন্ডেশন ও আধুনিক প্রকাশনীর দেয়া নম্বরটিও quote করেছেন। আপনি এই বইটি পড়লে সেই সুবিধাটুকু পাবেন।
আর যদি আসল বই কিনতে আগ্রহী হোন, online-এ কনতে চাইলে http://www.facebook.com/boipaben ঠিকানায় (in box-এ) যোগাযোগ করলেও পেতে পারেন।
ওয়াস সালাম ওয়া রাহমাতুল্লাহ্।