♥ কখনো কখনো আমি তোমার দিকে শুধু তাকিয়ে ভীষণভাবে বাকরুদ্ধ হয়ে যাই! "তার কারণ শুধু তোমার সৌন্দর্য্য নয়, "আমাকে অবাক করে এই ভাবনাটা যে আমি এতদিন যা যা চেয়ে এসেছি,সেসব কিছু আমার সামনে আজ রয়েছে.... 🥀❤️
হঠাৎ করে কারো মুখে বাবা" ডাক'টা শুনলে বুকের ভিতরটা কেমন যেন করে ওঠে! মনে হয় আমারও তো 'বাবা' ছিল, কিন্তু আমি এখন চাইলেও ডাকতে পারি না, দেখা, কথা, স্পর্শ কিছুই করতে পারি না..!!......💔💔